কৃষি ও আনুসাঙ্গিক বিষয়ে পড়াশোনা ও চাকরীর সুযোগ সোসাল ওয়ার্ক

কৃষি নিয়ে যেমন সরাসরি পড়াশোনা ও চাকরীর সুযোগ অপার আর প্রতিনিয়ত বাড়ছে তেমনই, কৃষির সঙ্গে যুক্ত ও পরিপূরক বিষয়গুলিও চাকরীমুখী পড়াশোনার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। কৃষি যেমন গ্রামীন ভারতের মানুষকে আধুনিক প্রযুক্তি পৌঁছানোর মাধ্যম আর মানুষকে বেশী উন্নতির দিশা দেখাবার দিশারী তেমনই, গ্রামীন উন্নয়নের লক্ষ্যে ”সোসাল ওয়ার্ক” নিয়ে পড়াশোনা আজকের বাজারে অত্যন্ত চাহিদার। কবিগুরু রবীন্দ্রনাথ সেই কবেই এর উপলব্ধী করে শ্রীনিকেতন কৃষির সঙ্গে পল্লি চর্চা কেন্দ্রের মাধ্যমে সমাজ উন্নয়নের পাঠক্রম চালু করে গিয়েছেন। আজ কৃষি জাগরণে আমরা আলোচনা করবো ব্যাচেলার ও মাস্টার্স অফ্ সোসাল ওয়ার্ক নিয়ে। পশ্চিমবঙ্গে কোথায় কোথায় পড়ানো হয়

KJ Staff
KJ Staff

সোসাল ওয়ার্ক

কৃষি নিয়ে যেমন সরাসরি পড়াশোনা ও চাকরীর সুযোগ অপার আর প্রতিনিয়ত বাড়ছে তেমনই, কৃষির সঙ্গে যুক্ত ও পরিপূরক বিষয়গুলিও চাকরীমুখী পড়াশোনার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। কৃষি যেমন গ্রামীন ভারতের মানুষকে আধুনিক প্রযুক্তি পৌঁছানোর মাধ্যম আর মানুষকে বেশী উন্নতির দিশা দেখাবার দিশারী তেমনই, গ্রামীন উন্নয়নের লক্ষ্যে ”সোসাল ওয়ার্ক” নিয়ে পড়াশোনা আজকের বাজারে অত্যন্ত চাহিদার। কবিগুরু রবীন্দ্রনাথ সেই কবেই এর উপলব্ধী করে শ্রীনিকেতন কৃষির সঙ্গে পল্লি চর্চা কেন্দ্রের মাধ্যমে সমাজ উন্নয়নের পাঠক্রম চালু করে গিয়েছেন। আজ কৃষি জাগরণে আমরা আলোচনা করবো ব্যাচেলার ও মাস্টার্স অফ্ সোসাল ওয়ার্ক নিয়ে। পশ্চিমবঙ্গে কোথায় কোথায় পড়ানো হয় –

(১) পল্লি চর্চা কেন্দ্র,

    শ্রীনিকেতন, বিশ্বভারতী,

    পিন – ৭৩১২৩৬

    ফোন – (০৩৪৬৩) ২৬২৭৫১-৫৬

    ওয়েবসাইট – www.visvabharati.ac.in

(২) বিদ্যাসাগর স্কুল অফ্ সোসাল ওয়ার্কস,

    ডি.ডি. ১৮/৪/১, সল্ট লেক সিটি, কোলকাতা - ৬৪

    ফোন – (০৩৩) ২৩২১৩২৩০

    ওয়েবসাইট – www.vidyasagar.ac.in

(৩) অফিস অফ্ দি ল’ কলেজ, (বর্ধমান বিশ্বিদ্যালয়ের অধীন)

     রাজবাঁধ, দূর্গাপুর – ৭১৩২১২

     ওয়েবসাইট – www.buruniv.ac.in

(৪) ভিশন ইনস্টিটিউট অফ্ প্রফেশনাল স্টাডিস,

    ১১৪/ডি, গরফা মেন রোড, কোলকাতা – ৭৫

    ফোন – (০৩৩) ৬৫০০২১৬৬/৯৪৭৭০৮১৫৭১

    ওয়েবসাইট – www.visiongroup.in

(৫) জয়শ্রী অ্যাকাডেমী,

    ১৪, ঈশান মন্ডল গার্ডেন রোড,

    কোলকাতা – ৩৮

    ফোন – (০৩৩) ৬৪৫৫০০৩১/৯৮৩৬৭৯৬৫৩২

    ওয়েবসাইট – www.jayasreeacademy.com

Published On: 25 February 2018, 10:39 AM English Summary: Education and job opportunities in agriculture and related topics

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters