সোসাল ওয়ার্ক

কৃষি নিয়ে যেমন সরাসরি পড়াশোনা ও চাকরীর সুযোগ অপার আর প্রতিনিয়ত বাড়ছে তেমনই, কৃষির সঙ্গে যুক্ত ও পরিপূরক বিষয়গুলিও চাকরীমুখী পড়াশোনার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। কৃষি যেমন গ্রামীন ভারতের মানুষকে আধুনিক প্রযুক্তি পৌঁছানোর মাধ্যম আর মানুষকে বেশী উন্নতির দিশা দেখাবার দিশারী তেমনই, গ্রামীন উন্নয়নের লক্ষ্যে ”সোসাল ওয়ার্ক” নিয়ে পড়াশোনা আজকের বাজারে অত্যন্ত চাহিদার। কবিগুরু রবীন্দ্রনাথ সেই কবেই এর উপলব্ধী করে শ্রীনিকেতন কৃষির সঙ্গে পল্লি চর্চা কেন্দ্রের মাধ্যমে সমাজ উন্নয়নের পাঠক্রম চালু করে গিয়েছেন। আজ কৃষি জাগরণে আমরা আলোচনা করবো ব্যাচেলার ও মাস্টার্স অফ্ সোসাল ওয়ার্ক নিয়ে।

KJ Staff
KJ Staff

কৃষি ও আনুসাঙ্গিক বিষয়ে পড়াশোনা ও চাকরীর সুযোগ

এবারের বিষয় – সোসাল ওয়ার্ক

কৃষি নিয়ে যেমন সরাসরি পড়াশোনা ও চাকরীর সুযোগ অপার আর প্রতিনিয়ত বাড়ছে তেমনই, কৃষির সঙ্গে যুক্ত ও পরিপূরক বিষয়গুলিও চাকরীমুখী পড়াশোনার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। কৃষি যেমন গ্রামীন ভারতের মানুষকে আধুনিক প্রযুক্তি পৌঁছানোর মাধ্যম আর মানুষকে বেশী উন্নতির দিশা দেখাবার দিশারী তেমনই, গ্রামীন উন্নয়নের লক্ষ্যে ”সোসাল ওয়ার্ক” নিয়ে পড়াশোনা আজকের বাজারে অত্যন্ত চাহিদার। কবিগুরু রবীন্দ্রনাথ সেই কবেই এর উপলব্ধী করে শ্রীনিকেতন কৃষির সঙ্গে পল্লি চর্চা কেন্দ্রের মাধ্যমে সমাজ উন্নয়নের পাঠক্রম চালু করে গিয়েছেন। আজ কৃষি জাগরণে আমরা আলোচনা করবো ব্যাচেলার ও মাস্টার্স অফ্ সোসাল ওয়ার্ক নিয়ে। পশ্চিমবঙ্গে কোথায় কোথায় পড়ানো হয় –

(১) পল্লি চর্চা কেন্দ্র,

    শ্রীনিকেতন, বিশ্বভারতী,

    পিন – ৭৩১২৩৬

    ফোন – (০৩৪৬৩) ২৬২৭৫১-৫৬

    ওয়েবসাইট – www.visvabharati.ac.in

(২) বিদ্যাসাগর স্কুল অফ্ সোসাল ওয়ার্কস,

    ডি.ডি. ১৮/৪/১, সল্ট লেক সিটি, কোলকাতা - ৬৪

    ফোন – (০৩৩) ২৩২১৩২৩০

    ওয়েবসাইট – www.vidyasagar.ac.in

(৩) অফিস অফ্ দি ল’ কলেজ, (বর্ধমান বিশ্বিদ্যালয়ের অধীন)

     রাজবাঁধ, দূর্গাপুর – ৭১৩২১২

     ওয়েবসাইট – www.buruniv.ac.in

(৪) ভিশন ইনস্টিটিউট অফ্ প্রফেশনাল স্টাডিস,

    ১১৪/ডি, গরফা মেন রোড, কোলকাতা – ৭৫

    ফোন – (০৩৩) ৬৫০০২১৬৬/৯৪৭৭০৮১৫৭১

    ওয়েবসাইট – www.visiongroup.in

(৫) জয়শ্রী অ্যাকাডেমী,

    ১৪, ঈশান মন্ডল গার্ডেন রোড,

    কোলকাতা – ৩৮

    ফোন – (০৩৩) ৬৪৫৫০০৩১/৯৮৩৬৭৯৬৫৩২

    ওয়েবসাইট – www.jayasreeacademy.com

(৬) অ্যাম্বিশন পয়েন্ট অ্যাকাডেমী,

    ১০ এ, বলরাম দে স্ট্রীট (গিরীশ পার্ক মেট্রোর কাছে),

    কোলকাতা – ৭০০০০৬,  ফোন – ৯৮৮৩০৫৩২৬১

 

স্নাতক হবার পর শুধুমাত্র MSW (মাস্টার্স অফ্ সোসাল ওয়ার্ক) কোর্স পড়ানো হয় –

(৭) বারাসাত কলেজ,

    ১, কল্যানী রোড, বারাসাত, ফোন – (০৩৩) ২৫৪২৩৬৫৬

(৮) ড. জাকির হোসেন ইনস্টিটিউট,

    জয়সয়াল হাউস, ৪ র্থ তল, ৮/১ সি, ডায়মন্ড হারবার রোড,

    কোলকাতা – ৩৪

    ফোন – ৯০০৭০২৯৭৭৫/৭০৩৩৫৮৫৪১৫

(৯) সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি,

    প্রেমিসেস নং ৩বি-১, প্লট নং ৩বি/১,

    অ্যাকশন এরিয়া ৩বি, থানা – নিউটাউন,

    কোলকাতা – ৭০০১৫৬

    ফোন – (০৩৩) ৬৫০২০৬৩৮

    ওয়েবসাইট – www.sxuk.edu.in

(১০) সেন্ট পিটার’স কলেজ, *

     ৬/১, শরৎ চ্যাটার্জী এভিন্যু,

     কোলকাতা – ৭০০০২৯

    ফোন – (০৩৩) ২৪৬৬৩২৮৯

    ই’মেল– info@stpetersedu.com

*এখানে BA & MA in Social Work পড়ানো হয়।

 

সোসাল ওয়ার্ক পড়ে চাকরীর সুযোগ

উচ্চ-মাধ্যমিকের পর BSW বা অন্য বিষয়ে স্নাতক হয়ে MSW অথবা BSW থেকে MSW পড়ে চাকরীর বাজার বেশ ভালো। সোসাল ওয়ার্ক পড়াশোনার মধ্যেই রয়েছে “নন গভর্ণমেন্টাল অর্গানাইজেশান” বা NGO যা হল এই বিষয়ে চাকরীর মূল ক্ষেত্র। দেশের নানা সামাজিক গ্রামীন ক্ষেত্রের উন্নয়নের জন্য সরকারী পরিাঠামোর বাইরে নানা এন.জি.ও. কাজ করে চলেছেন। তারা সোসাল ওয়ার্ক পাশ করা লোকই নেন। তবে, সরকারী ক্ষেত্রেও এর সুযোগ বর্তমানে অমিত। এবার আমরা দেখি কোন কোন ক্ষেত্রে এই পড়াশোনার পর চাকরী হতে পারে –

(১) কাউন্সেলিং সেন্টার (বিভিন্ন এন.জি.ও. পরিচালিত বেসরকারী বা সরাসরি সরকারী দপ্তরে),

(২) শিক্ষাক্ষেত্রে/স্কুলে,

(৩) সংশোধনাগার বা কারেকশনাল সেলগুলিতে,

(৪) কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্প পরিচালনাকারী সরকারী/ বেসরকারী সংস্থায়,

(৫) নানা ক্লিনিক ও হাসপাতালে,

(৬) মানবাধিকার সংস্থায়,

(৭) মানসিক চিকিৎসাকেন্দ্র ও শারিরীক/ মানসিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংস্থায়,

(৮) বিপর্যয় মোকাবিলা দপ্তর ও সংস্থায়,

(৯) বৃদ্ধাবাস ও সংশ্লিষ্ট এন.জি.ও.তে,

(১০) ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট সংস্থায়,

(১১) বেসরকারী/রাষ্ট্রায়ত্ব সংস্থার কর্পোরেট সোসাল রেসপন্সিবিলিটি সেকশনে,

(১২) লিঙ্গবৈষম্য সংক্রান্ত কাজ করা সংস্থায়,

(১৩) শিশুর অধিকার সংক্রান্ত সংস্থায়/ এন.জি.ও.তে,

(১৪) নারী পাচার, নারীর অধিকার সংক্রান্ত কাজ করা সরকারী/ বেসরকারী সংস্থায়,

এছাড়াও সামাজিক ক্ষেত্রে নিযুক্ত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত/ পঞ্চায়েত সমিতি/জেলা পরিষদ/পুরসভা, সরকারী/ বেসরকারী ক্ষেত্র আর বিশেষকরে গ্রামীন উন্নয়নে কাজ করা বিভিন্ন সংস্থায় এই পড়াশোনার কদর সর্বাগ্রে। একজন সদ্য পাশকরা সোসাল ওয়ার্ক এর যুবক/যুবতী চাকরী পেলে বছরে ২-৩ লাখ টাকার প্যাকেজ দিয়ে শুরু করলেও ভালো এন.জি.ও.তে পে- প্যাকেজ আকাশ ছোঁয়া। বিশেষকরে এই কাজে সামাজিক ও আত্মসন্মান অন্য যে কোনো কাজের তুলনায় অনেক বেশী। সোসাল ওয়ার্ক পাশকরে ভাল চাকরীর ক্ষেত্রে কয়েকটি সংস্থা/ এন.জি.ও. র নাম থাকল যেখানে চাকরী পেতে সবাই আগ্রহী হবে।

  • ইউনেসকো
  • ইউনিসেফ
  • সিনি
  • ক্রাই
  • হেল্প এজ ইন্ডিয়া
  • গ্রামোন্নয়ন দপ্তর
  • প্রদান
  • প্রজ্ঞা

তাই, আসুন আমরা নতুন প্রজন্মকে দিশা দেখাই এই পড়াশোনার ক্ষেত্রে আর কৃষি ও গ্রামীন উন্নয়নে পড়াশোনা ও চাকরীর খবরে আপনার চোখ থাকুক কৃষি জাগরণে।

 

রুনা নাথ।

Published On: 08 May 2018, 03:41 AM English Summary: Study social work

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters