উৎপাদনের আবহাওয়া সুস্থিত হওয়ার আশা

কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রক থেকে দিল্লীর বিজ্ঞানভবনে ২৫ ও ২৬ এপ্রিল খারিফ সম্মেলন।

KJ Staff
KJ Staff

২০১৮-১৯ অর্থবর্ষে ভারতে খারিফ চাষ ভালো হবে বলে মনে করছেন ভারত সরকারের কৃষিমন্ত্রক। মৌসম ভবনের পূর্বাভাষ অনুসারে এইবছর সমগ্রদেশে স্বাভাবিক বর্ষা হবে বলে জানানো হয়েছে, আর তাতেই আশার আলো দেখছেন কৃষিমন্ত্রক।  কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রক থেকে দিল্লীর বিজ্ঞানভবনে ২৫ ও ২৬ এপ্রিল খারিফ সম্মেলন এর আয়োজন করা হয়েছে, তাতে পশ্চিমবঙ্গ সহ বাকী সমস্ত কৃষিপ্রধান রাজ্যগুলিকে আহ্বান করা হয়েছে। খারিফ উৎপাদন ভালো হলে এই বছর ও আগামী বছর ফসলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকবে ও সঞ্চয়-ও ভালো হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও খারিফ শস্যের পাশাপাশি সাথীফসল হিসাবে আর কী কী চাষ করা যেতে পারে তা নিয়েও রাজ্যগুলির সাথে আলোচনা হবে বলে জানানো হয়েছে। গতবার খারিফ মরশুমে উৎপাদন ছিলো ১৩৪.৬৭ মিলিয়ন মেট্রিক টন, এই বছর সেই উৎপাদনকে ছাড়িয়ে যাওয়ার জন্য উন্নত ফলনশীল বীজ ব্যবহারের উপর জোর দেওয়ার জন্য রাজ্যসরকারগুলির কাছে অনুরোধ জানানো হবে এই সম্মেলনে। হাঁসমুরগি পালন, দুগ্ধ উৎপাদন, মৎস্যচাষ সম্পর্কিত আলোচনাও হবে। কারণ, কেন্দ্রীয় কৃষিমন্ত্রক মনে করেন, যদি ফসলের আয়ের সাথে সাথে প্রাণীজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি হয়, তবে তা অত্যন্ত সন্তোষজনক হবে। সম্মেলনে কৃষিবিপণনের বিষয়টিও বেশ গুরুত্ব দিয়ে নজর দেওয়া হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকার মনে করেন যদি উৎপাদন ও সঠিক বিপণনের এর রাস্তায় কৃষকদেরকে পরিচালিত করা যায়, তবে কৃষকদের ঋণ শোধের পরেও দ্বিগুণ লাভ হবে। 

- প্রদীপ পাল

Published On: 18 April 2018, 08:14 AM English Summary: Kharif crop

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters