নন্দীগ্রামে সাড়ম্বরে পালিত হল নারী দিবস,নির্বাচনী পাঠশালায় তুলে ধরা হল মৎস্যচাষে নারীদের সফলতা দেওয়া হল কাজের স্বীকৃতি

সিস্টেমেটিক ভোটারস এডুকেশান ও এলেক্টোরাল পার্টিসিপেশান ( এস ভি ই ই পি) অর্থাৎ পদ্ধতিগত ভোটারদের শিক্ষা এবং নির্বাচনী অংশগ্রহণ (SVEEP) প্রোগ্রামের অঙ্গ হিসেবে এই দিন “চুনাবি পাঠশালা” ও মেয়েদের জন্য আদর্শ ভোট গ্রহন কেন্দ্রের বিষয়ে অংকন প্রতিযোগীতা হয়।

KJ Staff
KJ Staff

“মহিলাদের সম্পূর্ণ অন্তর্ভুক্তি ছাড়া গনতন্ত্র অসম্পূর্ণ” -এই প্রতিপাদ্যে নির্বাচন কমিশনের নির্দেশে নন্দীগ্রাম-১ ব্লকে  ৮ই মার্চ ২০২৪ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সভার আয়োজন করা হয়।  সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্লকের ইভিএম –অফিসার ইন চার্চ তথা মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু।

সিস্টেমেটিক ভোটারস এডুকেশান ও এলেক্টোরাল পার্টিসিপেশান ( এস ভি ই ই পি) অর্থাৎ পদ্ধতিগত ভোটারদের শিক্ষা এবং নির্বাচনী অংশগ্রহণ (SVEEP) প্রোগ্রামের অঙ্গ হিসেবে এই দিন “চুনাবি পাঠশালা” ও মেয়েদের জন্য আদর্শ ভোট গ্রহন কেন্দ্রের বিষয়ে অংকন প্রতিযোগীতা হয়।

আরও পড়ুনঃ জানেন মহিলাদের জন্য রয়েছে ৭টি দুর্দান্ত প্রকল্প, আপনিও এর সুবিধা নিতে পারেন

ব্লকে এলাকার নারীদের সফলতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আকন্দবাড়ী গ্রামের বাষট্টি বছর বয়সী সফল রঙিন মাছ চাষে তাক লাগানো মনোরমা পানী, আধুনিক বাক্সে কাঁকড়া চাষে  অনন্য নজিরকারি কেন্দেমারী গ্রামের অতসী মাইতি ও সাউদখালি গ্রামের মান্টি বেরাকে সম্মানা পুরস্কার তুলে দেন নন্দীগ্রাম -১ ব্লকের বিডিও সৌমেন বনিক। এছাড়াও উপস্থিত প্রত্যেক নারীকে “আন্তর্জাতিক নারী দিবস” লেখা কলম ও ব্যাচ প্রদান করে সম্বর্ধনা দেওয়া হয়। অংকন প্রতিযোগিতায় সেরা মেয়েদের হাতেও মোমেন্টো তুলে দেন বিডিও সাহেব ।  

আরও পড়ুনঃ International Women's Day 2024 : ভারতের ৫ জন প্রভাবশালী মহিলা কৃষক, যাদের আয় জানলে আপনি চমকে যাবেন

এদিনের অনুষ্ঠানে বক্তারা থিম “মহিলাদের সম্পূর্ণ অন্তর্ভুক্তি ছাড়া গনতন্ত্র অসম্পূর্ণ” নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, নারীদের কৃতিত্ব উদযাপন, লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং লিঙ্গ সমতা বজায় রাখার বিভিন্ন পদক্ষেপ নিয়ে উৎসাহ দেন তাঁদের বক্তব্যের মাধ্যমে।

Published On: 08 March 2024, 06:29 PM English Summary: Women's Day was celebrated in Nandigram in Sambar, the success of women in fisheries was presented in the selection school and the work was recognized.

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters