Ramadan 2023: মহাকাশে রোজা? ইদের আগেই মহাকাশ থেকে এল অপূর্ব দৃশ্য

Ramadan 2023: মহাকাশে রোজা? ইদের আগেই মহাকাশ থেকে এল অপূর্ব দৃশ্য

Rupali Das
Rupali Das
Ramadan 2023: মহাকাশে রোজা? ইদের আগেই মহাকাশ থেকে এল অপূর্ব দৃশ্য / ছবি- @Astro_Alneyadi

খুশির ইদ আর একদিন। দেশের একাংশ ইদ নিয়ে গত একমাস ধরে রাখছেন রোজা। হাতে আর একদিন তার আগেই সোশ্যাল মিডিয়ায় উঠে এল এক অপূর্ব দৃশ্য। এল মহাকাশ থেকে।

সংযুক্ত আরব আমিরশাহি নভ্যোশ্চর সুলতান আলনিয়াদি এখন রয়েছেন মহাকাশে। আগামী ৬ মাস সেখানেই তাঁর বাসস্থান। তাই মহাকাশ থেকেই পবিত্র মক্কা ও মদিনা নগরের এমন এক ছবি পাঠালেন যা আগে দেখেনি দুনিয়াবাসী। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে দুই নগর যেন জ্বলজ্বল করছে। আসলে মার্চ মাসে মহাকাশে গিয়েছেন সুলতান আলনিয়াদি। মাঝে মধ্যেই সেখান থেকে পৃথিবীর নানা দিকের ছবি ভিডিও পোস্ট করছেন। তবে পবিত্র এই রমজান মাসে নতুন এই ভিডিওটি নজর কেড়েছে সকলের।

আরও পড়ুনঃ  Weather Big Updateআবহাওয়ার রদবদল! দু একদিনে ব্রজ-বিদ্যুৎ সহ বৃষ্টি গোটা বাংলায়

ভিডিও পোস্ট করে তিনি লেখেন “হজরত মোহাম্মদ এই শহরে হিজরত করেছিলেন তাঁর কাছের প্রিয়জনদের সঙ্গে”। ভিডিও পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় নেট দুনিয়ায়। প্রসঙ্গত সুলতান আলনিয়াদি গতমাসেই মহাকাশের উদ্দ্যেশ্যে পাড়ি দেন। প্রশ্ন ওঠে তিনি কি মহাকাশেই রোজা রাখবেন? উত্তরে তিনি জানান তিনি মহাকাশে থাকলে একজন ভ্রমনকারি হিসেবে পরিচিত হবেন। সেখানে তাঁকে পুষ্টিকর খাবার খেতে হবে। তাই কোনোভাবেই রোজা রাখা সম্ভব নয়।

আরও পড়ুনঃ  ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে! স্বস্তির খবর দিল হাওয়া অফিস

মধ্য প্রাচের শহরে আজকেই আকাশে দেখা মিলেছে চাঁদের। তাই আজই আরবে সাড়ম্বরে পালিত হচ্ছে ইদ। এদেশে চাঁদ দেখতে চাতক পাখির মত চেয়ে ইসলাম ধর্মাবলম্বীরা

সাধারণত আরব দেশে চাঁদ ওঠার একদিন পর আমাদের দেশে চাঁদের দেখা মেলে। এবছর তথ্য অনুযায়ী আরব এবং ভারতে একসঙ্গে রমজান শেষ করার সময় ছিল। কিন্তু এখনও পর্যন্ত ভারতের আকাশে দেখা মেলেনি চাঁদের। আশা করা যাচ্ছে শনিবার দর্শন মিলবে চাঁদের। আর তারপরই পালিত হবে ইদ-উল-ফিতরের উৎসব

ভারত 22 এপ্রিল শনিবার ঈদ উদযাপন করবে। ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) রাজ্য সভাপতি সাইয়্যেদ সাদিক আলী শিহাব থাঙ্গাল বৃহস্পতিবার বলেছেন, গতকাল শাওয়ালের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ ২২ এপ্রিল ঈদ উদযাপিত হবে।

Published On: 21 April 2023, 04:15 PM English Summary: Ramadan 2023: Fasting in space? Before this came a wonderful scene from space

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters