সার্চ ইঞ্জিনে গেম চেঞ্জার ChatGPT! ভবিষ্যতের ভরসা কি এই নব টেকনোলজি?

প্রযুক্তি বর্তমানে ছুটছে লাগামহীন ঘোড়ার মত। তার সঙ্গে টেক্কা দিয়ে চলা বেশ মুশকিল হচ্ছে দেশের কিছু প্রজন্মের মানুষের। তবে প্রযুক্তি যত উন্নত হচ্ছে সাধারণ মানুষ ঠিক তার মতনই নিজেকে গড়ে তোলার চেষ্টায় অবিরাম লড়াই করছে।

Rupali Das
Rupali Das
সার্চ ইঞ্জিনে গেম চেঞ্জার ChatGPT! ভবিষ্যতের ভরসা কি এই নব টেকনোলজি?

প্রযুক্তি বর্তমানে ছুটছে লাগামহীন ঘোড়ার মত। তার সঙ্গে টেক্কা দিয়ে চলা বেশ মুশকিল হচ্ছে দেশের কিছু প্রজন্মের মানুষের। তবে প্রযুক্তি যত উন্নত হচ্ছে সাধারণ মানুষ ঠিক তার মতনই নিজেকে গড়ে তোলার চেষ্টায় অবিরাম লড়াই করছে। চ্যাট জিপিটি নামের একটি শব্দ এখন আলোড়ন তুলেছে প্রযুক্তির দুনিয়ায়। অনেকের মনে প্রশ্ন কি এই চ্যাট জিপিটি। আমাদের নিত্যদিনের জীবনের সঙ্গে কিভাবে নিজের জায়গা করে নিচ্ছে এই চ্যাট জিপিটি।

চ্যাট জিপিটি হল জেনারেটিভ প্রি-ট্রেনড ট্রান্সফরমার। এই কঠিন কঠিন শব্দ সাধারণ মানুষের বোধগম্য হওয়া সত্যিই কষ্টকর। কিন্তু ওই প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে হবে। তাই যদি সহজ ভাষায় বলা যায় তাহলে চ্যাট জিপিটি হল মেশিন লার্নিং মডেল। যেটি খুব সহজে এবং কম সময়ের মধ্যে বুঝতে পারে। এবার প্রশ্ন আসবে সাধারণ মানুষের কি কাজে লাগবে এটি। বর্তমানের যুগ হল ইন্টারনেটের যুগ। কথায় কথায় আজ কাল কোনও প্রশ্নের মুখে পড়লেই সবাই স্মার্ট ফোনে ডুব দেই। দুটো শব্দ লিখে গুগল এ সার্চ ব্যাস আপনার কাজ শেষ। হুড়মুড়িয়ে চলে আসবে হাজার তথ্য। এই চ্যাট জিপিটি সেই একই ভাবে কাজ করবে তবে আরও তাড়াতাড়ি এবং কম সময়ে দেবে অনেক বেশি তথ্য। যে কোনও বিষয়ে বড় বড় আর্টিক্যাল আপনাকে লিখে দেবে নিমেষের মধ্যে।

আরও পড়ুনঃ  মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট 2023: কে বিনিয়োগ করতে পারে, সুদ প্রদান, চার্জ, কিভাবে খুলতে হবে

চ্যাট জিবিটি হল চ্যাটবট যা OpenAI দ্বারা তৈরি করা হয়েছে। আর OpenAI হল একটি কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা সংস্থা। এর সাহায্যে আপনি নিমেষের মধ্যে কোনও বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। গুগলে কিছু লিখে যদি আপনি সার্চ করেন সেখানে গুগল আপনাকে অনেকগুলি লিঙ্ক দেখায়। কিন্তু এর ক্ষেত্রে আপনি কোনও বিষয়ে সার্চ করলেই কিছু সময়ের মধ্যেই একটি বড় আর্টিক্যাল আপনার সামনে পেশ করে দেবে।

আরও পড়ুনঃ  Agromet Advisory: বর্ষা এবার কিরকম প্রভাব ফেলবে কৃষি খাতে? কি বলছে হাওয়া অফিস

বিশেষজ্ঞের মতে আগামী দিনে এই চ্যাট জিপিটি একটি গেম চেঞ্জার এর ভূমিকা পালন করবে। গুগলকে টেক্কা দিতে চলে এই চ্যাতবট। বর্তমানে মানুষ দৌড়াচ্ছে সময়ের পিছনে। কত কম সময়ে কত বেশি কাজ করা যায় সেই নিয়ে পরস্পরের সঙ্গে চলছে প্রতিদ্বন্দ্বিতা। এই চ্যাটবটে রয়েছে ৩০০ বিলিয়ন শব্দের সমাহার। তাই সবচেয়ে দ্রুত এবং নির্ভুল তথ্য দিতে সক্ষম হবে এই টেকনোলজি সেই নিয়ে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই ব্লগাররা বেশ পছন্দ করছে চ্যাটবট।

আরও পড়ুনঃ  এবার মৌমাছির হূল বিক্রি হবে ৭০ লাখ টাকায়

তবে সুবিধার সঙ্গে সঙ্গে এই টেকনোলজিতে রয়েছে বেশ কিছু সমস্যা। যেমন এখানে আপনি শুধু তথ্য পাবেন লিখিত আকারে কোনও ভিজ্যুয়াল আসেনা। পাশাপাশি এই সিস্টেমে যতদিন বা বছরের ডেটা দেওয়া থাকবে আপনি সেই অনুযায়ী তথ্য পাবেন। এতে যে ডাটাবেস দেওয়া রয়েছে সেই অনুযায়ী আপনি উত্তর পাবেন। সেক্ষেত্রে সব তথ্য সঠিক কি না সেখানে সন্দেহ তৈরির জায়গা রয়েছে।

Published On: 12 April 2023, 03:47 PM English Summary: Search Engine Game Changer ChatGPT! Is this new technology the hope of the future?

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters