আজ রাজ্য ভারী বৃষ্টির পূর্বভাস,সঙ্গে শীতের দাপদ,চার জেলায় জারি সতর্কতা

আজ ২৪শে জানুয়ারি ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।আগেই রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া ।

KJ Staff
KJ Staff
রাজ্যে ফের ভারী বৃষ্টির পূর্বভাস । Photo Credit:Biswarup Ganguly

কৃষিজাগরন ডেস্কঃ আজ ২৪শে জানুয়ারি ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।আগেই রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।তবে বঙ্গবাসীর ধারনা ছিল মাঘ মাসের গোড়া থেকেই জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। তবে বঙ্গবাসীদের মনের আশা ভঙ্গ করে হাওয়া অফিস জানাল যে, আগামী দু’দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে।

পৌষ সংক্রান্তির পর আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছিল বঙ্গে। ঠান্ডা শীতের আমেজ উপভোগ করছিল বঙ্গবাসী।তবে তার মাঝে হয়েছে কয়েক পশলা বৃষ্টি। আজ বুধবার সকাল থেকে ফের আকাশের মুখ ভার। ঠান্ডা রয়েছে তবে অনেকটাই কম। আজ কলকাতার তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। হতে পারে বৃষ্টি।একনজরে দেখে নেওয়া যাক আজ গোটা রাজ্যে কেমন থাকবে আবহাওয়া।

আরও পড়ুনঃ বঙ্গে আসতে চলেছে গ্রীষ্মের দাবদাহ,তবে কী রাজ্য থেকে বিদায় নিল শীত ?

পুরুলিয়া জেলায় বিভিন্ন এলাকায় আজ আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুনঃ Bengal Weather Update: জাঁকিয়ে ঠান্ডা! বাংলার কৃষকদের জন্য জারি করা হল নয়া কৃষি পরামর্শ

এরই সঙ্গে বুধবার বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশ। তবে, আগামী বৃহস্পতিবার থেকেই বৃষ্টির রেশ কমবে। সেদিন শুধু দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। এর জেরে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে গোটা রাজ্যে। বুধবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এককথায় ঝোড়ো ব্যাটিং করতে চলেছে শীত-বৃষ্টির।

বুধবার উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। তবে, তুষারপাত হতে পারে দার্জিলিং-এ। বৃহস্পতিবার আবহাওয়া বেশ শুষ্কই থাকবে বলে খবর। সব মিলিয়ে আজ তেমন আবহাওয়ায় পরিবর্তন হবে না। রোদ ঝলমনে আকাশ দেখর জন্য অপেক্ষা করতে হবে। আজ আবহাওয়ার তেমন পরিবর্তন না হলেও হতে পারে বৃষ্টি।

Published On: 24 January 2024, 11:44 AM English Summary: state-forecast-heavy-rain-cold-weather-alert-issued-four-districts

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters