এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 29 July, 2020 9:29 AM IST

সার্টিফায়েড বীজের Lot নম্বর পরিচিতি করণ :

প্রতিটি শংসিত বীজের প্যাকেটে পরিচয় জ্ঞাপক Lot No. থাকে। এই Lot No. এর মাধ্যমে বীজের সমস্ত তথ্য সম্পর্কে জানা সম্ভব।  Lot No. এর বিভিন্ন অংশ নিম্নে বর্নিত হল –

প্রথম অংশ -  এই অংশে বীজ উৎপাদনের মাস এবং বছর সম্পর্কে জানা যায়। যেমন – AUG 2018 বা AUG – 18 এর অর্থ ২০১৮ সালেট অগস্ট মাসের উৎপাদিত বীজ।

দ্বিতীয় অংশ – এই অংশে কোন জায়গায় বীজ উৎপাদিত হয়েছে তার বিস্তারিত বিবরণ জানা যায়। প্রত্যেক রাজ্য ও জেলার জন্য Code আলাদা, যেমন –

সংখ্যা

রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল

০১

অন্ধ্রপ্রদেশ

০২

অরুনাচল প্রদেশ

০৩

আসাম

০৪

বিহার

০৫

গোয়া

০৬

গুজরাট

০৭

হরিয়ানা

০৮

হিমাচল প্রদেশ

০৯

জম্মু ও কাশ্মীর

১০

কর্ণাটক

১১

কেরল

১২

মধ্যপ্রদেশ

১৩

মহারাষ্ট্র

১৪

মনিপুর

১৫

মেঘালয়

১৬

মিজোরাম

১৭

নাগাল্যান্ড

১৮

ওড়িষা

১৯

পাঞ্জাব

২০

রাজস্থান

২১

সিকিম

২২

তামিলনাড়ু

২৩

ত্রিপুরা

২৪

উত্তর প্রদেশ

২৫

পশ্চিমবঙ্গ

 

২৬

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

২৭

চন্তীগড়

২৮

দাদরা ও নগর হাভেলি

২৯

দিল্লি

৩০

দমন দিউ

৩১

লক্ষাদ্বীপ

৩২

পন্ডীচেরী

 

জেলার কোড নং

জেলার নাম

০১

দার্জিলিং

০২

জলপাইগুড়ি

০৩

কোচবিহার

০৪

উত্তর দিনাজপুর

০৫

দক্ষিণ দিনাজপুর

০৬

মালদা

০৭

মুর্শিদাবাদ

০৮

নদিয়া

০৯

উত্তর চব্বিশপরগনা

১০

দক্ষিণ চব্বিশপরগনা

১১

হাওড়া

১২

হুগলী

১৩

বর্ধমান

১৪

বীরভূম

১৫

বাঁকুড়া

১৬

পুরুলিয়া

১৭

পশ্চিমমেদিনীপুর

১৮

পূর্ব মুদিনীপুর

অর্থাৎ এই অংশে ‘ Lot No Aug – 18 – 25 – 04 এর অর্থ 25 মানে পশ্চিমবঙ্গ ও 04 অর্থাৎ উত্তর দিনাজপুরে উৎপাদিত বীজ।

তৃতীয় অংশ – এই অংশে বীজ প্রক্রিয়াকরণ সংস্থাটিকে শংসিতকরণ সংস্থা যে সংখ্যা প্রদান করে তাদের সেই নম্বরটি লেখা থাকে।

চতুর্থ অংশ - শংসিতকরণ সংস্থা Lot এর পরিপ্রেক্ষিতে প্রতিটিকেই ক্রমিকসংখ্যা দিয়ে থাকেন। এই ক্রমাঙ্ক ০১ থেকে শুরু হয়।

এবার একটি সম্পূর্ণ লট নম্বর নিয়ে আলোচনা করা যাক

যেমন – AUG – 18 – 25 – 04 – 01 – 01 অর্থাৎ

AUG – 18 এর অর্থহল ফসলটি ২০১৮ সালের এপ্রিল মাসে কাটা হয়েছে।

25 – 04 –এর অর্থ হল এটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় উৎপাদিত বীজ।

01 - এর অর্থ হল এটি পশ্চিমবঙ্গ রাজ্য বীজ শংসিতকরণ সংস্থা প্রদত্ত ০১ ক্রমাঙ্ক বিশিষ্ট প্রক্রিয়াকরণ সংস্থা থেকে উৎপাদিত।

01 - এর অর্থ হল এটি শংসিতকরণের নির্দিষ্ট ক্রমের মাধ্যমে Lot গুলির মধ্য থেকে চিহ্নিত করণ।

 

রুনা নাথ,

কৃষি জাগরণ।

English Summary: certified seeds
Published on: 01 August 2018, 03:41 IST