বর্ষাকালীন ফসল চিচিঙ্গা চাষ করতে সামান্য বৃষ্টির প্রয়োজন। চলতি মরশুমে চিচিঙ্গা চাষ করে আর্থিক লাভের মুখে ময়নাগুড়ির কৃষকেরা। গত মরশুমের চেয়ে এবার পাইকারি বাজারে ভালো দাম পাচ্ছেন চিচিঙ্গা চাষিরা।
ময়নাগুড়ির চিচিঙ্গা ধূপগুড়ি, বানারহাট সহ ডুয়ার্সের বিভিন্ন বাজারে পাঠানো হয়। ময়নাগুড়ির টেকাটুলিতে দেড় বিঘা জমিতে চিচিঙ্গা চাষ করেছেন চাষি অখিল সরকার। তিনি বলেন, দেড় বিঘা জমিতে চিচিঙ্গা চাষে করতে আমার ১২ হাজার টাকা খরচ হয়েছে। এখন পাইকারি বাজারে যে দাম রয়েছে তাতে এই চিচিঙ্গা ৪০ হাজার টাকায় বিক্রয় হবে। গত বছরের তুলনায় এই মরশুমে দাম ভালো মিলছে। চাষিরা জানিয়েছেন, চিচিঙ্গা চাষে খুববেশি পরিশ্রম করতে হয় না। অল্প পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। চিচিঙ্গা চাষ করলে খেতে পোকা বা মাছির উপদ্রব খুব বেশি হয় না। তাই এই চাষে দামি কিটনাশকের প্রয়োজন নেই। তবে বেশি বৃষ্টি হলে ফসলের ক্ষতি হতে পারে। জলপাইগুড়ি জেলা উদ্যানপালন দপ্তরের সহ অধিকর্তা শুভাশিস গিরি বলেন, ময়নাগুড়িতে চলতি মরশুমে আবহাওয়া ভালো থাকায় চিচিঙ্গা ভালো হয়েছে। ফসল ভালো হওয়ার কারণে চাষিরা ভালো দাম পাচ্ছেন। মূলত দু’ভাবে চিচিঙ্গা চাষ করা যায়।
- Sushmita Kundu