Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 17 July, 2020 1:34 PM IST

আমরা এর চাষ পলি ব্যাগে, শ্যালো টবে, সিমেন্টের পাত্রে, মাটির টবে বা কোনো ভাঙ্গা বালতিতেও করতে পারি কারণ এর জন্যে প্রচুর গভীর মাটির স্তর প্রয়োজন হয় না 4-6 ইঞ্চি পুরু মাটিতে এই এই চাষ হয়ে যায় 

আজ আমরা জানবো কি ভাবে আমরা এই চাষ বাড়ির ছাদে করতে পারি। সবার প্রথমে আমরা ৩0% মাটি, ৩০% কোকো পিঠ এবং 40% জৈব compost সার নিয়ে ভালো করে মিলিয়ে দেবো । এর পর একটি পাত্রের নিচে কিছু ছোটো ছোটো জল নিকাশি ব্যবস্থা করে তা ছোটো পাথর দিয়ে ঢেকে দেবো। এর পর মিশ্রিত মাটি দিয়ে পাত্রটিকে ভরে নেবো তবে লক্ষ রাখতে হবে যাতে উপরটা সমান ও মসৃন হয় বড় মাটির দলা যাতে না থাকে। এর পর ভালো ভাবে জল দিয়ে মাটি টা ভিজিয়ে দিতে হবে

এরপর অন্তত 12 ঘন্টা আগে ভেজানো ধনে পাতার বীজ সেই পাত্রে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে একটি আরেকটির উপর না হয়ে যায় তারপর আবার সেই মাটি অল্প পরিমানে আবার পাত্রে ছিটিয়ে বীজ গুলো ঢেকে দিতে হবে তবে যেন বেশি মোটা মাটির পরিমান না হয় 1 ইঞ্চির কম হলেই ভালো এই ভাবে পুরো সূর্যের মধ্যে একে রাখতে হবে এবং সবসময় যেন ভেজাভাব থাকে তা খেয়াল রাখতে হবে। ৭ দিনের মধ্যে এটি ভাল ভাবে বেরিয়ে আসবে খেয়াল রাখতে হবে যেন সবসময় ভেজাভাব থাকে তবে একবারে বেশি জল নাদিয়ে বারবার জল দিতে হবে স্প্রেয়ার এর মাধ্যমে। যদি চারার পরিমাণ একটি টবে বেশি হয়ে যায় তবে অন্য পাত্রে তা স্থানান্তর করার দরকার আছে।

এর মোটামোটি ভাবে ২০ থেকে ২৫ ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন, এর থেকে বেশি তাপমাত্রা হলে একটা গ্রীন নেটের শেড দিতে হবে। এর পাতা তৈরী হয়ে যাবে ১৫ থেকে ২০দিনের মধ্যেই, তখন তা উপর থেকে কেটে নিন হালকা জৈব সার ছিটিয়ে আবার জল দিন কিছু দিন পর আবার নতুন পাতা বেরিয়ে আসবে।

- অভ্রদীপ দত্ত

English Summary: Coriander cultivation on your terrace
Published on: 26 October 2018, 05:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)