বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 26 November, 2018 3:07 PM IST

ক্রপেক্সের সিলিম্যাক্স ১ – ২ মিলি প্রতি লিটার জলে গুলে প্রয়োগ করলে এটি গাছের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর সাথে সাথে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই সমস্ত স্বাস্থ্যবান গাছগুলি পরিবর্তিত আবহাওয়াতে টিকে থাকতে সক্ষম হয়।  ক্রপেক্সের সিলিমেক্স মাটির pH ধরে রাখতে সহায়তা করে। ধান চাষ ও সবজি চাষের ক্ষেত্রে সিলিমেক্স প্রয়োগের ফলে গুণমানের ফসল ও উৎপাদনে প্রচুর বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: Cropex silimax
Published on: 26 November 2018, 03:07 IST