Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 5 October, 2018 5:04 AM IST

সঠিক সময়ে সব্জিচাষ করলে যথেষ্ট পরিমান লাভ করতে পারবেন চাষিরা। চাষিদের ভুল সিদ্ধান্তের কারণে অনেক সময় অনেক সব্জির বাজার মার খায়। এই কারণে চাষের আগে কৃষি দপ্তরের পরামর্শ নেওয়া দরকার, যাতে কোন্‌ মরশুমে কোন্‌ সব্জির চাষ ভালো হই, কোন্‌ সব্জির জন্য কোন্‌ আবহাওয়া ভালো, কোন্‌ মাটিতে কোন নির্দিস্ট সব্জির চাষ ভালো হবে, এই সমস্ত তথ্যগুলি একমাত্র কৃষিবিশেষজ্ঞরা দিতে পারবেন। সব্জি চাষের জন্য চলতি মরসুমই বীজ বপনের আদর্শ সময়। টম্যাটো, বাধাকপি, ফুলকপি ইত্যাদি সব্জির বীজ বপনের জন্য যারা তৈরি তারা পরামর্শ মেনে বীজ বপন করলে অবশ্যই সুফল পাবেন।

জমি নির্বাচন করতে হবে, সঠিক জাতের ভালো মানের বীজ ব্যাবহার করতে হবে। ১0x৩ ফুট মাপের বীজতলায় জলনিকাশি নালা তৈরি করে তাতে জৈব সার ২ ভাঁড়, সুপার ফসফেট ৫০০ গ্রাম, মি পটাশ ১০০ গ্রাম দিয়ে মাটি ঝুরঝুরে করে বীজ ফেলতে হবে, বীজ বোনার পর প্রতি লিটার জলে এক গ্রাম হিসেবে কার্বেন্ডাজিম জাতীয় ওষুধ স্প্রে করতে হবে হালকা ভাবে। বিঘাপ্রতি বাধাকপি ও ফুলকপি চাষের জন্য ৪০ গ্রাম বীজ ফেলে চারা তৈরি করতে হবে। আশ্বিন মাসের আবহাওয়ায় কখনও প্রচণ্ড রোদ থাকে আবার কখনও হঠাৎ বৃষ্টিও । এই ধরণের আবহাওয়া থেকে বীজকে বাঁচানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করতে হবে। 

- Sushmita Kundu

English Summary: Cultivation for twelve months
Published on: 05 October 2018, 05:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)