দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, সি অ্যান্ড আই, ইনফরমেশন টেকনোলজি ও কমিউনিকেশন ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আপনি যদি যোগ্য এবং আগ্রহী হন অবশ্যই আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা এই বিষয়ে বিস্তারিত জানতে দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)-এর ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারেন। এই নিয়োগের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন সে সম্পর্কে আরও তথ্য দেওয়া হল।
শূন্যপদের বিবরণঃ
দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) বিজ্ঞপ্তি অনুযায়ী ১০০ টি শুন্য পদ রয়েছে বলেই জানানো হয়েছে। এই ১০০ টি পদের বিস্তারিত বিবরণ।
জিইটি (মেকানিক্যাল)- ২৭টি।
পদজিইটি (সিভিল)- ৯টি।
পদজিইটি (কমিউনিকেশন)- ৫টি পদ।
পদজিইটি (ইলেকট্রিক্যাল)- ৪৫টি।
পদজিইটি (সি অ্যান্ড আই)- ৯টি।
পদজিইটি (আইটি)- ৫টি।
আবেদন ফিঃ
বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনারেল/ ওবিসি(এনসিএল)/ ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। এবং SC/ST/PWD ও প্রাক্তণ চাকরিজীবী প্রার্থীদের ফর্মের জন্য কোনও ফি দিতে হবে না।
নির্বাচন পদ্ধতিঃ
প্রার্থীদের অবশ্যই জিইটি ২০২২ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউতে উত্তীর্ণ হতে হবে।
আবেদনের শেষ তারিখঃ
দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। এবং আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে।
যে ভাবে আবেদন করবেনঃ
অফিসিয়াল ওয়েবসাইট- (DVC)-www.dvc.gov.in- এ যান। হোম পেজে নিয়োগ বিজ্ঞপ্তি বিভাগে যান। নিয়োগ বিজ্ঞপ্তি ভালোকরে পরে নিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।