বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 9 February, 2019 12:49 PM IST

স্বল্প পুঁজিতে ব্যবসায়ীক ফুলচাষ করতে হলে প্রথমেই গাঁদা ফুলে চাষের কথা মাথায় আসে। পুজোর ফুল হিসেবে, অনুষ্ঠান বাড়ি সাজাতে, তোড়া ও খুচরো ফুল হিসাবে গাঁদা ফুল অপরিহার্য। বর্তমানে শুকনো গাঁদা ফুলের চাহিদা রয়েছে যা থেকে ভেষজ আবির তৈরি হয়। এই ফুল চাষের কিছু রোগ ও তার প্রতিকার জেনে নিন।                                           

১) গাঁদার পাতায় ও ফুলে দাগ ধ্বসা – (রোগের কারণ: ছত্রাক – অল্টারনেরিয়া; সারকোস্পোরাসেপ্টোরিয়া স্পিসিস)

এই মরশুমে কুয়াশা ও শিশিরের আর্দ্রতায় গাঁদা গাছের পাতায় বাদামী দাগ পরে পচা কালো রূপ নেয়। অল্টারনেরিয়া ছত্রাকের দাগে গোল রিঙের মত কালো দাগ পরে। বেশী আক্রমণে ফুলেও বাদামী দাগ ও ধ্বসা ফলন পুরো নষ্ট করে। মাঠে যত গাঁদাচাষ হয় তার প্রধান শত্রু এই রোগ।

প্রতিকার ব্যবস্থা – কার্বেন্ডাজিম + ম্যান্কোজেবের মিশ্র ছত্রাকনাশক ১.৫ গ্রাম প্রতি লিটার জলে আঠা সহযোগে স্প্রে।

২) পাউডারি মিলডিউ – পাতার উপরে সাদা পাউডারের মত ছত্রাকে গাছ দুর্বল হয়ে মারা পরে।

প্রতিকার  - কার্বেন্ডাজিম + ম্যান্কোজেবের মিশ্র ছত্রাকনাশক ১.৫ গ্রাম প্রতি লিটার জলে আঠা সহযোগে স্প্রে।

৩) জাব পোকা, থ্রিপস বা চোষী পোকা – পাতার রস শোষনকারী পোকা

প্রতিকার – ইমিডাক্লোপ্রিড ১ মিলি প্রতি ৩ লিটার জলে গুলে নিয়মিত স্প্রে করতে হবে।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: Diseases of marigold flower
Published on: 09 February 2019, 12:49 IST