এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 24 July, 2020 11:10 AM IST

সম্প্রতি জাতিসংঘের একটি রিপোর্ট বিশ্বব্যাপী ভূমিক্ষয়কে বিশ্বের ৩.২ বিলিয়ন  মানুষের জীবনকে ধ্বংসের সন্মুখিন করছে এবং পৃথিবীর ছয়টি গন প্রজাতিকে বিলুপ্তির মুখে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করল। ২০৫০ সাল নাগাদ ভূমিক্ষয় ও জলবায়ুর পরিবর্তন একত্রে বিশ্বজুড়ে গড়ে ১০% ফসল উৎপাদনের পরিমাণ কমাতে এবং ৭০০ মিলিয়ন মানুষকে স্থানন্তারন করতে বাধ্য করবে এমনটাই জানাচ্ছে এই রিপোর্ট। বিশ্বব্যাপী IPBES এ গত ২৬ শে মার্চ ১২৯ টি সদস্যের সরকার কতৃক গঠিত স্বতন্ত্র আন্তঃসরকার সংস্থার গৃহীত মূল্যায়ণ অনুযায়ী ভূমিক্ষেত্রের প্রধান কারন হল মানবিক ক্রিয়াকলাপ বিশেষত কৃষি। বিশ্বব্যাপী চারণভূমি ও শস্যক্ষেত্রের বিস্তার ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে সর্বব্যাপী ভূমিক্ষয় যা জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ক্ষতির কারন। IPBES একটি প্রেসরিলিজ এ বলে- ‘যে এটি সমলোচণামূলক স্তরে পৌছেছে। বাস্তুতন্ত্রের এবং জীববৈচিত্র্যে ক্ষতিসাধনের মাধ্যমে যে ভূমিক্ষয় তা ২০১০ সালের পৃথিবীর বার্ষিক বৃদ্ধির ১০ শতাংশের সমতুল্য বলে মনে করা হচ্ছে।

- জয়তী দে

English Summary: Drum cider rice cultivation
Published on: 06 October 2018, 05:19 IST