এই জাতের ছাগল থেকে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন, এটি প্রতিদিন ৩ লিটার দুধ দেয়! পুকুর পাড়েই তৈরী করা যেতে পারে মাছের বিভিন্ন প্রাকৃতিক খাবার মাশরুমের রোগ ও পোকা এবং তার নিয়ন্ত্রণ
Updated on: 7 March, 2019 4:15 PM IST

অসময়ে অতিবৃষ্টি ও শিলাবৃষ্টিতে ঝিঙে, উচ্ছে, পটল ও অন্যান্য সবজির ক্ষেতে ফলন অনেক নষ্ট হয়ে গেছে। নতুন ফসল না লাগিয়েও কিভাবে আয়ের উপায় হবে তা যেনে নিন -

  • আগে ক্ষতিগ্রস্থ পাতা ও লতার অংশ তুলে মাটিতে পুঁতে নষ্ট করে দিন।
  • এবার সমস্ত ফল তুলে ক্ষতিগ্রস্থ ফল আলাদা বাছাই করে বিনষ্ট করে ভালো ছোট-বড় বাকি ফল বিক্রি করে দিন।
  • বিকেলের দিকে সাইমক্সানিল+ম্যানকোজেবের মিশ্র ছত্রাকনাশক ২ গ্রাম ও সমুদ্র শৈবাল নির্যাস (যেমন বাজারে ইফকোর সাগরিকা) ১ মিলি/লি. জলে একসাথে স্প্রে করুন।
  • জমিতে বৃষ্টিজনিত জলের নিকাশী করে বিঘাপ্রতি ১০ কেজি ১০:২৬:২৬ সুফলাসার ও হিউমিক অ্যাসিড দানা ২ কেজি একসাথে মিশিয়ে গোঁড়ায় দিয়ে মাটি তুলে দিন। এবারে ফলন হতে শুরু করলে আশাকরি লাভের মুখ দেখবেন।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: How to maintain your corp after heavy rain or snowfall
Published on: 07 March 2019, 04:15 IST