এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 7 March, 2019 4:15 PM IST

অসময়ে অতিবৃষ্টি ও শিলাবৃষ্টিতে ঝিঙে, উচ্ছে, পটল ও অন্যান্য সবজির ক্ষেতে ফলন অনেক নষ্ট হয়ে গেছে। নতুন ফসল না লাগিয়েও কিভাবে আয়ের উপায় হবে তা যেনে নিন -

  • আগে ক্ষতিগ্রস্থ পাতা ও লতার অংশ তুলে মাটিতে পুঁতে নষ্ট করে দিন।
  • এবার সমস্ত ফল তুলে ক্ষতিগ্রস্থ ফল আলাদা বাছাই করে বিনষ্ট করে ভালো ছোট-বড় বাকি ফল বিক্রি করে দিন।
  • বিকেলের দিকে সাইমক্সানিল+ম্যানকোজেবের মিশ্র ছত্রাকনাশক ২ গ্রাম ও সমুদ্র শৈবাল নির্যাস (যেমন বাজারে ইফকোর সাগরিকা) ১ মিলি/লি. জলে একসাথে স্প্রে করুন।
  • জমিতে বৃষ্টিজনিত জলের নিকাশী করে বিঘাপ্রতি ১০ কেজি ১০:২৬:২৬ সুফলাসার ও হিউমিক অ্যাসিড দানা ২ কেজি একসাথে মিশিয়ে গোঁড়ায় দিয়ে মাটি তুলে দিন। এবারে ফলন হতে শুরু করলে আশাকরি লাভের মুখ দেখবেন।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: How to maintain your corp after heavy rain or snowfall
Published on: 07 March 2019, 04:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)