'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 6 July, 2021 4:12 PM IST
Indian Railway

ইন্ডিয়ান রেলওয়েতে ফের নিয়োগ। ভারতীয় রেলওয়ের অন্তর্গত Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL) তাদের বিভিন্ন ট্রেডের জন্য অনলাইন এপ্লিকেশনের মাধ্যমে জুনিয়র ম্যানজার, এক্সিকিউটি এবং জুনিয়র এক্সিকিউটিভ পদে প্রার্থী নিয়োগ করতে চলেছে।  করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য অনলাইনে আবেদনের সময়সীমা ২৩ মে পিছিয়ে ২৩ জুলাই ২০২১ করা হয়েছে।

কোন কোন পদে প্রার্থী নিয়োগ-( Posts)

জুনিয়র ম্যানেজার পদে নিয়োগ করা হবে ১১১ জনকে, এক্সিকিউটিভ পদে নেওয়া হবে ৪৪২ জনকে, জুনিয়র এক্সিকিউটিভ পদে নেওয়া হবে ৫২১ জনকে।

নিয়োগ করার পদ্ধতি: (Recruitment procedure)  

 

জুনিয়র ম্যানেজার- সিভিল- ৩১, অপারেশন-৭৭, মেকানিক্যাল-০৩

এক্সিকিউটিভ- সিভিল-৭৩, ইলেট্রিক্যাল-৪২, সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন-৮৭, অপারেশন-২৩৭, মেকানিক্যাল-০৩

জুনিয়র এক্সিকিউটিভ- ইলেট্রিক্যাল-১৩৫, সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন-১৪৭, অপারেশন- ২২৫, মেকানিক্যাল- ১৪

প্রার্থীর বয়সসীমা: (Age limit)

এক্সিকিউটিভ এবং জুনিয়র এক্সিকিউটিভ প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২১ সময়সীমা অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। জুনিয়র ম্যানেজার প্রার্থীদের ক্ষেত্রে উল্লেখিত সময়সীমা অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম: (Pay scale)

জুনিয়র ম্যানেজাররা বেতন পাবেন মাসিক ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা। এক্সিকিউটিভরা পাবেন মাসিক ৩০,০০০ থেকে ১,২০,০০০ টাকা, জুনিয়র এক্সিকিউটিভরা পাবেন ২৫,০০০ টাকা থেকে ৬৮,০০০ টাকা।

আরও পড়ুন: Coalfield Recruitment 2021: কোলফিল্ডে নিয়োগ চলছে, আবেদন করুন মাধ্যমিক পাশে

অনলাইন আবেদনের পদ্ধতি ও সময়সীমা: (Online application lastdate)

যোগ্যতম প্রার্থীরা DFCCIL ওয়েবসাইটে সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন করা শুরু হয়ে গেছে। অনলাইন এপ্লিকেশনের সময়সীমা ২৩ জুলাই ২০২১ রাত ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত রাখা হয়েছে। 

আরও পড়ুন: Agricultural Recruitment 2021: কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ স্নাতক পাশে, শীঘ্রই আবেদন করুন

English Summary: Indian Railway Recruitment 2021
Published on: 06 July 2021, 04:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)