এবার আগে ভাগেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল ন্যাশানাল টেস্টিং এজেন্সি (NTA)। হবে। NTA-এর অফিসিয়াল ওয়েবসাইটে জয়েন্ট পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ২০২৩ সাল অর্থাৎ আগামী বছর দুটো সেশনে এই পরীক্ষা হবে। রেজিস্ট্রেশন সম্পর্কিত বিষয় ও রেজিস্ট্রেশনের দিনক্ষণ অফিসিয়াস ওয়েবসাইট jeemain.nta.nic.in-তে জানিয়ে দেওয়া হবে এমনটাই জানা গিয়েছে।
NTA-এর ওয়েবসাইট অনুযায়ী প্রথম পর্যায়ের প্রথম ধাপের পরীক্ষা হবে জানুয়ারি মাসে এবং দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে এপ্রিল মাসে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে পরীক্ষা হবে ২০২৩ সালের ২৪,২৫, ২৭, ২৮, ২৯,৩০ ও ৩১ জানুয়ারি। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে এপ্রিল মাসের ৬, ৭, ৮,৯,১০,১১ ও ১২ তারিখে।
আরও পড়ুনঃ ISRO Recruitment: ইসরো-তে চাকরির দুর্দান্ত সুযোগ, জেনে নিন যোগ্যতা কী
যে সমস্ত পরীক্ষার্থীরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (National Institute of Technology), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (Indian Institutes of Information Technology) ও অন্যান্য সরকারি টেকনিক্যাল প্রতিষ্ঠানে বিটেক কোর্স পড়ার জন্য ভর্তি হতে চান, তাঁদের এই জেইই মেন (JEE Main 2023) পরীক্ষায় পাশ করতে হয়। পরীক্ষায় পাশ করলে তবেই এই প্রতিষ্ঠানগুলিতে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারেন পরীক্ষার্থীরা।