বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 25 February, 2018 10:35 AM IST

বর্তমানে আমাদের দেশে ৪০০ এর বেশী ডেয়ারী-প্ল্যান্ট ও ১৭৫ টির বেশী ডেয়ারী সংক্রান্ত মেশিনারী শিল্প-উদ্যোগ উন্নতির সঙ্গে চলছে। এই ডেয়ারী শিল্পের প্রতিনিয়ত বৃদ্ধির কারণে চাকরির সুযোগ এখানে এককথায় চমৎকার। কোথায় কোথায় চাকরি পেতে পারেন একজন ডেয়ারী টেকনোলজিস্ট?

(১) ডেয়ারী ফার্ম, (২) কো-অপারেটিভ, (৩) দুগ্ধজাত খাদ্যের প্রতিষ্ঠান, (৪) ব্যাঙ্ক, (৫) সরকারি সংশ্লিষ্ট দপ্তর, (৬) ডেয়ারী মেশিনারী সংস্থা, (৭) কোয়ালিটি কনট্রোলের বিভিন্ন ক্ষেত্র, (৮) শিক্ষকতা, (৯) গবেষণা ও সম্প্রসারণ ক্ষেত্র – সরকারি ও বেসরকারি, আবার (১০) একজন ডেয়ারী টেকনোলজিস্ট নিজেই হতে পারেন উদ্যোগী। খুলতে পারেন ডেয়ারী ইউনিট, ক্রিমারী বা আইসক্রিম ইউনিট, অথবা (১১) অভিজ্ঞতার পর স্বাধীন পরামর্শদাতা হিসাবে এই বিষয়ের চাহিদা ও রোজগার যথেষ্ট। তাই ১০+২ এর পর আপনার দিশা হতে পারে ডেয়ারী টেকনোলজি।

রুনা নাথ,
কৃষি জাগরণ

English Summary: Job opportunities after reading Dairy Technology
Published on: 25 February 2018, 10:35 IST