প্লাস্টিক ব্যবহারের কমাতে রাজ্যের পাট শিল্পকে উৎসাহ দেওয়ার ও চাঙ্গা করার জন্য রাজ্যের বেকার যুবক-যুবতীদের বিনা খরচে তিন মাসের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার হুগলি জেলা পরিষদের সভাকক্ষে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। তিনি বলেছেন যে এই উদ্যোগে একদিকে যেমন বেকার ছেলেমেয়েরা চাকরির সুযোগ পাবে অন্যদিকে, দক্ষ শ্রমিক পেয়ে রাজ্যের পাটশিল্পেরও উন্নতি হবে। তিনমাসের এই শিবিরে প্রথম মাসে খাতায় - কলমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং বাকি দু’মাস জুটমিলে নিয়ে গিয়ে হাতেকলমে কাজ শেখানো হবে। প্রশিক্ষণরত ছেলেমেয়েদের এই তিনমাস যাতায়াত বাবদ সরকার ভাতা দেবে।
- রুনা নাথ