এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 10 October, 2018 2:06 AM IST

অল্প জায়গায় কেঁচো সার তৈরি করে ব্যাপক সুবিধা। কারণ, কেঁচো সার তৈরি করতে খরচ কম হয় এবং বেশি লাভ পাওয়া যায়। কোনো গর্ত না করেই এবং কোনও পাত্র ব্যবহার না করে সহজেই ভালো মানের কেঁচো সার তৈরি করা যায়। এর জন্য প্রয়োজন জল না জমা ঢালু ও ছায়াযুক্ত জমি। নির্বাচিত জায়গায় ছয় ফুট লম্বা এবং তিন ফুট চওড়া একটি জায়গাকে দুরমুশ দিয়ে পিটিয়ে মাটি শক্ত করে নিতে হবে। এবং জায়গাটি তৈরির সময় দেখতে হবে তা যেন ঈষৎ ঢালযুক্ত হয়। ওই জায়গার কিনারা বরাবর ইট সাজিয়ে ৬ ইঞ্চি উঁচু একটি পাঁচিল তৈরি করতে হবে। যদি ইট সহজলভ্য না হয়, তা হলে ৬ ফুট লম্বা ও ৩ ফুট চওড়া ৬ ইঞ্চি ব্যাসের গাছের ডাল দিয়ে প্রাচীর তৈরি করা যেতে পারে। ইট দিয়ে পাঁচিল করলে সেক্ষেত্রে সিমেন্ট বা মাটি দিয়ে গেঁথে দিতে হবে, যাতে সহজে ভেঙে না যায়।

এভাবে জায়গাটিকে একটি চৌবাচ্চার আকার দিতে হবে। ওই চৌবাচ্চায় কেঁচো সার তৈরি করে ভালো টাকা আয় করা সম্ভব। জায়গাটি একটি মোটা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। যেদিকে ঢালু রাখা হয়েছে, সেদিকে একটি ছোট ছিদ্র করে দিতে হবে, যাতে কেঁচো সার তৈরির সময় জল দিলে বাড়তি জল বেরিয়ে যেতে পারে। এবার কেঁচোর চলাফেরা, খাওয়া ও ধরে রাখার জন্য বিছানা পাততে হবে। এর জন্য ৩ ইঞ্চি উচ্চতা পর্যন্ত ভেজা খড় বা পাতা বিছিয়ে দিতে হবে। এভাবে কেঁচোসার তৈরি করে বেশি লাভে বাজারে বিক্রি করা যায়, এবং এর বাজারমূল্যও বেশ।

- Sushmita Kundu

English Summary: Make vermicompsot at low cost
Published on: 10 October 2018, 02:06 IST