বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 17 July, 2020 11:21 AM IST

বর্ষার মরশুমেই আমের চারা লাগাতে হবে, বৃষ্টি কম থাকলে বর্ষার শুরুতে ও বেশী থাকলে শেষে চারা লাগাতে হবে। ১ মিটার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার গর্ত খুঁড়ে আমের চারা বসানো উচিত। আমের চারা বসানোর সময় নির্দিষ্ট অনুপাতে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। চারা বোনার সময় ২০ কেজি শুকনো গোবর সার, ৪০ গ্রাম ফসফেট লাগবে। এছাড়া পরিমাণমতো নাইট্রোজেন ও পটাশ প্রয়োগ করতে হবে। বর্ষায় গাছে কিছু পোকার উপদ্রব দেখা দেয়, এছাড়াও রয়েছে আমের ক্ষত ও মরচে ধরা রোগ, এগুলির জন্য প্রয়োজনমতো ওষুধ স্প্রে করতে হবে সময়মতো। ছালখেকো পোকা বর্ষায় গাছের ছালের নীচে ডিম পাড়ে, তা গাছের কান্ডকে ফুটো করে দেয়। শোষক পোকা ক্লোরোফিলের সবুজ ও আমের রস শুষে নেয়, ফলে ফল পচে ঝড়ে যায় - এগুলির জন্য প্রয়োজনমতো ব্যবস্থা নিতে হবে।

- Sushmita Kundu 

English Summary: mango seedlings
Published on: 11 July 2018, 04:04 IST