রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 17 July, 2020 11:21 AM IST

বর্ষার মরশুমেই আমের চারা লাগাতে হবে, বৃষ্টি কম থাকলে বর্ষার শুরুতে ও বেশী থাকলে শেষে চারা লাগাতে হবে। ১ মিটার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার গর্ত খুঁড়ে আমের চারা বসানো উচিত। আমের চারা বসানোর সময় নির্দিষ্ট অনুপাতে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। চারা বোনার সময় ২০ কেজি শুকনো গোবর সার, ৪০ গ্রাম ফসফেট লাগবে। এছাড়া পরিমাণমতো নাইট্রোজেন ও পটাশ প্রয়োগ করতে হবে। বর্ষায় গাছে কিছু পোকার উপদ্রব দেখা দেয়, এছাড়াও রয়েছে আমের ক্ষত ও মরচে ধরা রোগ, এগুলির জন্য প্রয়োজনমতো ওষুধ স্প্রে করতে হবে সময়মতো। ছালখেকো পোকা বর্ষায় গাছের ছালের নীচে ডিম পাড়ে, তা গাছের কান্ডকে ফুটো করে দেয়। শোষক পোকা ক্লোরোফিলের সবুজ ও আমের রস শুষে নেয়, ফলে ফল পচে ঝড়ে যায় - এগুলির জন্য প্রয়োজনমতো ব্যবস্থা নিতে হবে।

- Sushmita Kundu 

English Summary: mango seedlings
Published on: 11 July 2018, 04:04 IST