১ থেকে ৩ ডিসেম্বর দিল্লিতে 'মিলিয়নেয়ার ফার্মার অফ ইন্ডিয়া' অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে, কীভাবে নাম নথিভুক্ত করবেন জেনে নিন গরু ও মহিষের জন্য সস্তায় খাবার প্রস্তুত করুন, বিস্তারিত জেনে নিন স্বল্প পরিসরে মাছ চাষ করুন, রইল সম্পূর্ণ ব্যবসায়িক পরিকল্পনা
Updated on: 25 February, 2019 10:34 AM IST

দুতিন রকমের ফসল বিভিন্ন লাইনে বুনে মিশ্র ফসলের চাষ করা হয়। এক্ষেত্রে পুরো জমির ফসল একবারে উঠবেনা।  যে লাইনের ফসল উঠবে চাষ করে বা খুপি করে সেই লাইনে উপযুক্ত ফসল লাগাতে হবে। জঙ্গলে বিভিন্ন উদ্ভিদ একই সাথে বেড়ে ওঠে , প্রায় গায় গায় লেগে থাকে । রোগ পোকা থাকে না , বৃদ্ধিও  ভালো হয়। সেই ভাবে বিভিন্ন রকম ফসল একসঙ্গে চাষ করলে ফসলে রোগ ও পোকার উপদ্রব কম হয় এবং মোট উৎপাদন বেশী হয়।

একই গোত্রের ফসল এক সঙ্গে চাষ করা যাবে না। যেমন বেগুন ও টমাটো এক সাথে চাষ করা যাবে না। কারণ দুই ফসলের রোগ ও পোকা একই ফলে রোগ পোকার আক্রমণ বেশী হবে। সম দৈর্ঘ্যের শিকড় যুক্ত ফসল এক সাথে চাষ করা যাবে না, দুটি ফসলই মাটির একই স্তর থেকে খাদ্য টানবে ফলে খাদ্যের প্রতিযোগিতা বাড়বে।

কয়েকটি সাথি ফসলের নমুনা দেওয়া হল যেগুলি একসাথে চাষ করা লাভজনক -

বেগুন বা টমাটোর সাথী ফসল – বরবটি/মটর/সয়াবীন/গাজর/পিঁয়াজ, রসুন। (বেগুন ও টমাটো এক সাথে নয়)।

ভুট্টার সাথী ফসল - সয়াবীন/বাদাম/কলাই/অড়হড়।

তিলের সাথী ফসল - পাট/মেস্তা।

করলার সাথী ফসল -  লংকা।

ছোলার সাথী ফসল - তিসি।

টমাটোর সাথী ফসল - বাঁধাকপি/রসুন/গাঁদা।

অড়হরের সাথী ফসল - মুগ/বাদাম/বাজরা।

তিলের সাথী ফসল - কলা।

মিষ্টি আলুর সাথী ফসল ভুট্টা+তুলো।

মাচায় পটল+নিচে লংকা।

ভুট্টার সাথী ফসল - মুগ/বরবটি/শাঁকালু/শীম।

সরিষার সাথী ফসল - গম+ছোলা।

জোয়ারের সাথী ফসল - ভুট্টা।

টক ঢ্যাড়শের সাথী ফসল অড়হর।

সুপারি/নারকোলের সাথী ফসল -পেয়ারা/লেবু/গোলমরিচ।

পেঁপেঁ/কলার সাথী ফসল - আনারস।

 আম(চারা অবস্থায়)+ বিভিন্ন সবজি/ডাল শস্য

আম(বড় অবস্থায়)+হলুদ/আদা।

কলার সাথী ফসল - লংকা/তিল/বরনটি।

বেগুনের/পান বোরোজের জমির চারপাশে ঢ্যাঁড়শ/কলাগাছ লাগালে সাদামাছির আক্রমণ কমে।       

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: Mixed crop cultivation for more benefits
Published on: 25 February 2019, 10:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)