বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 19 December, 2018 12:03 PM IST

বর্ধমান জেলার কিছু গ্রামের অনেক রাস্তা দেখলে আপনার মনে হবে এটা কোনও সড়ক না  কি বাড়ির উঠোন অথবা চাষির খামারবাড়ি?  ধান ঝেড়ে রাস্তার দু'ধারে ফেলা হচ্ছে খড়। রাস্তার মধ্যেই বসানো রয়েছে মেশিন। আদিবাসী মহিলারা সেই মেশিনে ধান ঝেড়ে পাশে খড়ের স্তূপ বানাচ্ছেন। অর্ধেক রাস্তা বন্ধ,  যেটুকু অংশ ফাঁকা পড়ে রয়েছে সেখান দিয়েই কোনওক্রমে যাচ্ছে ছোট-বড় গাড়ি থেকে যাত্রিবাহী বাস। কেউ কিছু প্রতিবাদ করলে উল্টে অপমানিত হতে হচ্ছে। পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকের অনেক রাস্তারই একই অবস্থা। এমন টা হওয়া উচিত নয়।

যেখানে সেখানে ধান ঝাড়াই না করে মোহন সিল্পাউলিনের পলিথিনে করুন ধান ঝাড়াই মাড়াই ও শুকানোর কাজ। এতে ধান শুকোতে ও মজুত করতে সুবিধা হবে সাথে সাথে ধানের সাথে আবর্জনা মিশতে পারবে না ও মজুত ও সংগ্রহ করতে সুবিধা হবে। শ্রম ও সময়ের সাশ্রয় হবে।

মোহন সিল্পাউলিনের পলিথিন খুব টেকসই, জলরোধক, নানান আকার আকৃতি ও রঙে পাওয়া যায়। এটি যত্ন করে রাখলে বহুবছর ধরে ব্যবহার করা যায় তাই কৃষকদের জন্য লাভজনক হয়।

- রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: Mohan silpaulin thrashing sheet
Published on: 19 December 2018, 12:03 IST