এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 12 December, 2022 6:35 PM IST
SBI Recruitment 2022 (Image Source: Google)

দীর্ঘ দিন ধরে যারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) চাকরির আশায় পড়াশুনা করে যাচ্ছেন তাদের জন্য সুখবর। কারন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। SBI-এর দেওয়া নোটিফিকেশন অনুযায়ী ৫৪টি পদে হবে নিয়োগ করা হবে। ইতি মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করার জন্য প্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদন করতে হবে।

শূন্যপদের বিবরণঃ

মোট ৫৪ টি পদে নিয়োগ করছে SBI, নিয়মিত ও চুক্তিভিত্তিক উভয় পদই নিয়োগ করছে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই দেখে নিন।

আবেদন ফিঃ

জেনারেল/ EWS / OBC বিভাগের প্রার্থীদের আবেদন ফি বাবাদ ৭৫০ টাকা দিতে হবে। এবং SC/ST/PWD বিভাগের প্রার্থীদের ফি লাগছে না।

নির্বাচন পদ্ধতিঃ

রেগুলার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। এবং চুক্তির ভিত্তিক পদ প্রার্থীদের বাছাই করবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখঃ

SBI নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ২৯ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।

যে ভাবে আবেদন করবেনঃ

১. SBI-এর অফিশিয়াল সাইটে যান sbi.co.in/web/careers

২. হোমপেজে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করুন।

৩. অনলাইনে আবেদন লিঙ্কে ক্লিক করুন।

৪. ধীরে ধীরে মনোযোগ সহকারে নিবন্ধন করুন ও এগিয়ে যান।

৫. তারপর ডকুমেন্ট আপলোড করুন এবং ফি প্রদান করুন।

৬. সব ঠিক মত মিলিয়ে নিয়ে ফর্ম সাবমিট করে দিন।

৭. শেষে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিন।

English Summary: SBI Recruitment 2022 Vacancies Notified for 54 SCO Posts
Published on: 11 December 2022, 04:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)