দীর্ঘ দিন ধরে যারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) চাকরির আশায় পড়াশুনা করে যাচ্ছেন তাদের জন্য সুখবর। কারন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। SBI-এর দেওয়া নোটিফিকেশন অনুযায়ী ৫৪টি পদে হবে নিয়োগ করা হবে। ইতি মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করার জন্য প্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদন করতে হবে।
শূন্যপদের বিবরণঃ
মোট ৫৪ টি পদে নিয়োগ করছে SBI, নিয়মিত ও চুক্তিভিত্তিক উভয় পদই নিয়োগ করছে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই দেখে নিন।
আবেদন ফিঃ
জেনারেল/ EWS / OBC বিভাগের প্রার্থীদের আবেদন ফি বাবাদ ৭৫০ টাকা দিতে হবে। এবং SC/ST/PWD বিভাগের প্রার্থীদের ফি লাগছে না।
নির্বাচন পদ্ধতিঃ
রেগুলার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। এবং চুক্তির ভিত্তিক পদ প্রার্থীদের বাছাই করবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখঃ
SBI নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ২৯ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
যে ভাবে আবেদন করবেনঃ
১. SBI-এর অফিশিয়াল সাইটে যান sbi.co.in/web/careers
২. হোমপেজে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করুন।
৩. অনলাইনে আবেদন লিঙ্কে ক্লিক করুন।
৪. ধীরে ধীরে মনোযোগ সহকারে নিবন্ধন করুন ও এগিয়ে যান।
৫. তারপর ডকুমেন্ট আপলোড করুন এবং ফি প্রদান করুন।
৬. সব ঠিক মত মিলিয়ে নিয়ে ফর্ম সাবমিট করে দিন।
৭. শেষে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিন।