রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 13 December, 2018 12:03 PM IST

আগামীর জল সংকট দূরে রাখতে, চাষ – আবাদ সুরক্ষিত ও সমৃদ্ধ করতে জল সংরক্ষণ অত্যন্ত জরুরী। নতুন বা পুরানো সংস্কার করা পুকুরে বৃষ্টির জল ধরে রাখার জন্য পুকুরে পলি লাইনিং করুন সিল্পোলিন তারপলিনের পলিলাইনার দিয়ে। এই উৎকৃষ্ট বৈশিষ্ট্যযুক্ত পলিলাইনারটি ক্রেতার পছন্দ অনুযায়ী বিভিন্ন আকার ও আকৃতিতে পাওয়া যায়।

মোহন সিল্পোলিন তারপলিনের পলিলাইনারগুলি বৃষ্টির জল ধরে রাখার জন্য, সুসজ্জিত দীঘি তৈরি করার জন্য এবং মাছচাষে কার্যকরী ভাবে ব্যবহার করা যায়। সিল্পোলিন তারপলিনের তৈরি পুকুরের টেকসই পলিলাইনারগুলি বহুস্তরীয় ও ক্রস ল্যামিনেটেড ফিল্ম দিয়ে তৈরি যা যে কোন পুকুরে পলি লাইনিং করার জন্য একেবারে সঠিক গুণযুক্ত।

নোনা জমিতে বৃষ্টির স্বাদু জল ধরে রাখার জন্য সিল্পোলিনের পলিলাইনিং আদর্শ ও কার্যকরী। এই তারপলিনের পলিলাইনার শিটগুলি ২০০, ২৫০, ৩০০ জি এস এমে পাওয়া যায়। ২৫০ ও ৩০০ জি এস এমের শিটগুলি ৩ বছরের গ্যারেন্টি যুক্ত।

- রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: Silpaulin pondliner
Published on: 13 December 2018, 12:03 IST