এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 13 February, 2019 1:25 PM IST

পশ্চিমবঙ্গে কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হলে নিচের তালিকায় চোখ রাখুন। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরে রোজগারমুখী পড়াশোনার দিশায় আপনার  সেরা ঠিকানা।

(১) বিধানচন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয়

    ঠিকানা -  পোঃ মোহনপুর, জেলা নদীয়া, পিন – ৭৪১২৫২

    ফোন (০৩৪৭৩) ২২২২৬৯/২২৩২৫৬

    ওয়েব সাইট – www.bckv.edu.in

    এর দুটি এক্সটেন্ডেড ক্যাম্পাস রয়েছে

  (ক) কল্লাইবেরিয়া, ছাতনা, বাঁকুরা,

     পিন – ৭১৩১০১, ফোন – (০৩৪২)২৬২৪৮৯৩

 (খ) বর্ধমান সদর এগ্রিকালচারাল ফার্ম,

    গেট নং ১, কালনা রোড, বর্ধমান-৭১৩১০১

    ফোন নং (০৩৪২)২৬২৪৮৯৩

(২) উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়

   ঠিকানা -  এন.এইচ.৩১, পুন্ডিবারি, কোচবিহার, পিন – ৭৩৬১৬৫

   ফোন (০৩৫৮২)২৭০০১২

   ওয়েব সাইট – www.ubkv.ac.in

(৩) পল্লিশিক্ষা ভবন, বিশ্বভারতী

   ঠিকানা - পোঃ- শ্রীনিকেতন, বীরভূম, পিন – ৭৩১২৩৬

   ফোন – (০৩৪৬৩)২৬২৭৫১

   ওয়েব সাইট – www.visvabharati.ac.in

আরও পড়ুন নতুন তিন প্রকার উচ্চফলনশীল ধান যা কৃষকদের আয় দ্বিগুণ করবে

শুধুমাত্র স্নাতকোত্তর কৃষিবিজ্ঞানের বিষয় পড়ানো হয় -

(৪) ইনস্টিটউট অফ এগ্রিকালচারাল সায়েন্স

    ঠিকানা - কলকাতা বিশ্ববিদ্যালয়, ৩৫, বালিগঞ্জ সার্কুলার রোড, পিন-৭০০০১৯

    ফোন নং- (০৩৩)২৪৬১৫৪৪৫

    ওয়েবসাইট – www.caluniv.ac.in

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: Study Agriculture in West Bengal
Published on: 06 February 2019, 11:40 IST