বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 13 February, 2019 1:25 PM IST

পশ্চিমবঙ্গে কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হলে নিচের তালিকায় চোখ রাখুন। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরে রোজগারমুখী পড়াশোনার দিশায় আপনার  সেরা ঠিকানা।

(১) বিধানচন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয়

    ঠিকানা -  পোঃ মোহনপুর, জেলা নদীয়া, পিন – ৭৪১২৫২

    ফোন (০৩৪৭৩) ২২২২৬৯/২২৩২৫৬

    ওয়েব সাইট – www.bckv.edu.in

    এর দুটি এক্সটেন্ডেড ক্যাম্পাস রয়েছে

  (ক) কল্লাইবেরিয়া, ছাতনা, বাঁকুরা,

     পিন – ৭১৩১০১, ফোন – (০৩৪২)২৬২৪৮৯৩

 (খ) বর্ধমান সদর এগ্রিকালচারাল ফার্ম,

    গেট নং ১, কালনা রোড, বর্ধমান-৭১৩১০১

    ফোন নং (০৩৪২)২৬২৪৮৯৩

(২) উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়

   ঠিকানা -  এন.এইচ.৩১, পুন্ডিবারি, কোচবিহার, পিন – ৭৩৬১৬৫

   ফোন (০৩৫৮২)২৭০০১২

   ওয়েব সাইট – www.ubkv.ac.in

(৩) পল্লিশিক্ষা ভবন, বিশ্বভারতী

   ঠিকানা - পোঃ- শ্রীনিকেতন, বীরভূম, পিন – ৭৩১২৩৬

   ফোন – (০৩৪৬৩)২৬২৭৫১

   ওয়েব সাইট – www.visvabharati.ac.in

আরও পড়ুন নতুন তিন প্রকার উচ্চফলনশীল ধান যা কৃষকদের আয় দ্বিগুণ করবে

শুধুমাত্র স্নাতকোত্তর কৃষিবিজ্ঞানের বিষয় পড়ানো হয় -

(৪) ইনস্টিটউট অফ এগ্রিকালচারাল সায়েন্স

    ঠিকানা - কলকাতা বিশ্ববিদ্যালয়, ৩৫, বালিগঞ্জ সার্কুলার রোড, পিন-৭০০০১৯

    ফোন নং- (০৩৩)২৪৬১৫৪৪৫

    ওয়েবসাইট – www.caluniv.ac.in

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: Study Agriculture in West Bengal
Published on: 06 February 2019, 11:40 IST