এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 25 February, 2018 10:33 AM IST

কৃষিসংক্রান্ত পড়াশোনার মধ্যে প্রাণীসম্পদের বিষয়ে বিভিন্ন দিক রয়েছে। আমাদের দেশ দুধ ও দুগ্ধজাত নানা খাদ্য ও পুষ্টি-প্রকল্পে বিশ্বে প্রথম সারিতে হবার জন্য এই বিষয়ে পড়াশোনা বিশেষকরে ‘ডেয়ারী টেকনোলজি’ এখন ভারত তথা বিশ্বের চাকরিমুখী বিষয়গুলির মধ্যে একেবারে প্রথমের দিকে। আমাদের রাজ্যেও দিন-প্রতিদিন এই বিষয়ে সুযোগ উন্মুক্ত হচ্ছে ও ডেয়ারী টেকনোলজিস্টদের চাকরির সম্ভাবনা উজ্জ্বল। কারনটা হল, আজও পশ্চিমবঙ্গে প্যাকেটজাত দুধের চাহিদা তুঙ্গে আর দুগ্ধজাত নানা উপকরণের বাজার এখানে প্রসারিত। আবার পশ্চিমবঙ্গে মাত্র একটি প্রথম সারির সরকারি বিশ্বিবিদ্যালয়েই এই বিষয়ে বি-টেক ও পরবর্তী এম-টেক পড়ার সুযোগ রয়েছে। কোথায় পড়ানো হয় ডেয়ারী টেকনোলজি-র কোর্স –

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎসবিজ্ঞান বিশ্ববিদ্যালয়,
৩৭ ও ৬৮, ক্ষুদিরাম বসু সরণী, কোলকাতা-৭০০০৩৭
ফোন – ০৩৩-২৫৫৬৩৪৫০

English Summary: Study in agriculture Dairy Technology
Published on: 25 February 2018, 10:33 IST