পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 28 May, 2019 11:45 AM IST

কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের অধীন স্বশাসিত এই সংস্থায় বেশ কয়েকটি বিষয়ে ভর্তির জন্য আবেদন আহ্বান করছে। এখান থেকে পড়া যাবে –

 

  • বি-টেক – ১। ফুড টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট

যোগ্যতা– উচ্চ মাধ্যমিক বা সমতুল এবং জে ই ই মেন ২০১৯ –এ যোগ্যতা অর্জন করতে হবে। সিএসএবি পরিচালিত কেন্দ্রীয়ভাবে কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এটি চার বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স।

  • এম-টেক- ১। ফুড টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট
    ২। ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট
    ৩। ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট
    ৪। ফুড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট
    ৫। ফুড প্ল্যান্ট অপারেশনস ম্যানেজমেন্ট

এই পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির জন্য গেট স্কোর থাকতে হবে। সঙ্গে চার বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গেট স্কোর না থাকলে প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে।

এম বি এ উইথ ডুয়াল স্পেশালাইজেশন ১) ফুড অ্যান্ড এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, ২) মার্কেটিং বা ফিনান্স অথবা ইন্টারন্যাশনাল বিজনেস
যে কোনও বিষয়ে ডিগ্রি কোর্স পাশ করতে হবে এবং ২ বছরের ক্যাট, ম্যাট স্কোর দেখা হবে। এই স্কোর যাঁদের থাকবে না তাঁদের প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে।

  • পি এইচ ডি ইন ১) এগ্রিকালচার অ্যান্ড এনভায়রমেন্ট সায়েন্স, ২) বেসিক অ্যান্ড অ্যাপ্ল্যায়েড সায়েন্স, ৩) ফুড ইঞ্জিনিয়ারিং, ৪) ফুড বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অন্ত্রপ্রনরশিপ ডেভেলপমেন্ট ৫) ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি
    সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এবং ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে।
  • বিস্তারিত জানতে দেখতে হবে – niftem.ac.in

তথ্য সংগ্রহ: বর্তমান পত্রিকা

রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: under-graduate-and-post-graduate-courses-in-niftem
Published on: 28 May 2019, 11:41 IST