'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 25 February, 2019 5:58 PM IST

অনুখাদ্যের অভাবে ফসলের নানা শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে ফলে গাছে এমন কিছু লক্ষণ প্রকাশ পায়, যেগুলি রোগের মত দেখতে হয়। এই সমস্যাগুলি দূরীকরণে লক্ষণ অনুযায়ী অণুখাদ্য প্রয়োগ দরকার । 

বোরনের (B) অভাব জনিত লক্ষণ - বাঁধাকপি ও ফুলকপির ফাঁপা কাণ্ড, ফুলকপির গোলাপী রঙ, আলু, বেগুন,  মূলো, কপি ফেটে যাওয়া,  টমাটো ও পেয়ারার ফলের গায়ে উঁচু দাগ, গাছের ডগা কালো হয়ে শুকিয়ে যাওয়া,  মূলো ও বীটের ভিতরে কালো পচন, কুমড়ো জাতীয় ফসলে কান্ড ফাটা, সূর্যমুখীর চিটে দানা ইত্যাদি ।

প্রতিকার - অভাবী জমিতে জমি তৈরির সময় 4 কেজি বোরক্স জৈব সারের জৈব সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে। অন্যভাবে প্রতি লিটার জলে 2 গ্রাম বোরক্স বা 1 গ্রাম বোরিক অ্যাসিড গুলে ফসলের 1 ও 1.5 মাস বয়সে  যথাক্রমে 100লিটার ও  200লিটার মিশ্রণ / একর জমীতে পাতায় স্প্রে করতে হবে । লক্ষণ প্রকাশ পাওয়া ফসলে এই মিশ্রণ 15 দিন বাদে 2বার প্রয়োগ করতে হবে।

জিঙ্কের (Zn)অভাব জনিত লক্ষণ - 

ধান গাছের মরচে রোগ, গমের হলদে সাদা পাতা, ভুট্টার সাদা পাতা, সর্ষের নীলচে বেগুনি পাতা,আলুর ব্রোঞ্জ রঙের পাতা, টমাটোর মোটা, ছোট ও কোঁচকানো পাতালেবুর ছোট ও বিকৃত ফল ইত্যাদি।

প্রতিকার - অভাবী জমিতে জমি তৈরির সময়  একর প্রতি 10 কেজি জিঙ্ক সালফেট জৈব সারের সাথে মিশিয়ে প্রয়োগ করা হয়। অথবা প্রতি লিটার জলে 0.5 গ্রাম চিকলেটেড জিঙ্ক গুলে 1 ও 1.5 মাস বয়সে  যথাক্রমে 100 লিটার ও  200 লিটার মিশ্রণ প্রতি একর জমীতে পাতায় স্প্রে করতে হবে। লক্ষণ প্রকাশ পাওয়া ফসলে এই মিশ্রণ 15 দিন বাদে 2বার প্রয়োগ করতে হবে।

মলিবডেনামের (Mo) অভাবজনিত লক্ষণ –

ফুলকপির কাস্তের মত সরু পাতা, বাঁধাকপির পাতা মুরে কাপের মত আকৃতি,  টমাটোর পাতা বেঁকে  কাপের মত আকৃতি,  আলুর পাতায় ফ্যাকাসে ছোপ, বেগুন, সূর্যমুখী, পেঁপের পাতার অংশ কমে যাওয়া  ইত্যাদি।

প্রতিকার - অ্যামোনিয়াম মলিবডেট জৈব সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। অথবা প্রতি লিটার জলে 0.5গ্রাম  অ্যামোনিয়াম মলিবডেট , 1  ও 1.5 মাস বয়সে  যথাক্রমে 100লিটার ও  200লিটার মিশ্রণ প্রতি একর জমিতে পাতায় স্প্রে করতে হবে । লক্ষণ প্রকাশ পাওয়া ফসলে এই মিশ্রণ 15 দিন বাদে 2বার প্রয়োগ করতে হবে।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: When is the right time to apply macro-nutrients on your crops
Published on: 25 February 2019, 10:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)