'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 26 February, 2018 10:34 PM IST
Drip Irrigation

ড্রিপ সেচ কি?
একগুচ্ছ বদ্ধ প্লাস্টিক পাইপের মাধ্যমে সুষমভাবে আর নির্দিষ্ট পরিমানে গাছের শিকড়ে সরাসরি সেচ পৌঁছে দেওয়াকে ড্রিপ সেচ বলে।

ড্রিপ সেচের সুবিধা কি?
1. এতে ৩০-৭০% জল ও ৫০% বিদ্যুত্ সাশ্রয় হয়।
2. উঁচু নিচু জমিতেও সেচ সম্ভব।
3. লবণাক্ত জলও এব্যবস্থায় ব্যবহার করা চলে।
4. সারের প্রয়োজন ৫০% কমায়।
5. আগাছার জন্ম রোধ করে।
6. ভূমিক্ষয় রোধ করে।
7. ফসলের মাধ্যমিক পরিচর্যা সুবিধার হয়।
8. দক্ষ সেচ-মজুরের অভাব থাকলেও এই সেচে অসুবিধা নেই।
9. জৈব কৃষিতে দারুন উপযোগী।
10. সর্বোপরি ৩০-৭০% ফলন বৃদ্ধি করে।

ড্রিপ সেচের অংশগুলি -
1. ফিল্টার ইউনিট ,
2. ফার্টিলাইজার ট্যাঙ্ক ,
3. প্লাস্টিক পাইপ (মেন, সাবমেন ও ল্যাটারাল ),
4. মাইক্রোটিউব ,
5. ড্রিপার বা এমিটার।

ড্রিপ-সেচ কিভাবে কাজ করে?
পাম্পের সাহায্যে পুকুর, নালা, কুয়ো অথবা গভীর/অগভীর নলকূপ থেকে জল তোলা হয়। এরপর সেই জল ফিল্টারের মধ্যে দিয়ে বালি, মাটি, লবণ ইত্যাদি পরিষ্কার করে মেন লাইন দিয়ে সাবমেন ও শেষে ল্যাটারাল দিয়ে বাহিত হয়। ল্যাটারাল-এর গায়ে গাছের দূরত্ব অনুযায়ী ড্রিপার বা এমিটার বা ফলের ক্ষেত্রে মাইক্রোটিউব দিয়ে ড্রিপার লাগানো থাকে যা দিয়ে ফোঁটা-ফোঁটা করে জল গাছের গোঁড়ায় পড়ে। যে ফসলের যতটা জল দরকার সেই সময় ও পরিমানেই জল একেবারে root-zone এ পৌঁছায়।


রুনা নাথ
কৃষি জাগরণ।

 

 

English Summary: Drip irrigation or point irrigation system for agricultural mechanization
Published on: 26 February 2018, 10:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)