পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 20 March, 2018 1:48 AM IST

বাজার থেকে আনা পলিব্যাগে বাড়ির জঞ্জাল ফেলা আমাদের অভ্যেসে পরিনত হয়েছে। কিন্তু এই জঞ্জাল ফেলার ব্যাগ যদি নিজে ও তার মধ্যের  জৈব আবর্জনা পচে যায় তবে তা জৈব সারে পরিনত হবে এবং পরিবেশও প্লাস্টিকের দূষণ থেকে মুক্ত হবে। তাই অস্ট্রেলিয় প্রযুক্তিতে তৈরি ‘ইকো ভায়ো গ্রিনব্যাগ’ এ গৃহস্থালির জঞ্জাল জমা করে তা নির্দিষ্ট জায়গায় ফেলে রেখে তা থেকে জৈব সার তৈরির প্রকল্প নিয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয়।

এই গ্রিনব্যাগ ভু্ট্টাগাছের অবশিষ্টাংশ দিয়ে তৈরি হয় তাই এগুলি পচনশীল। এই গ্রিনব্যাগ বাড়ি বাড়ি সরবরাহ করা হবে। এর মধ্যে শুধু বাড়ির পচনশীল জৈব বর্জ্য জমাকরবে গৃহস্থ। নির্দিষ্ট স্থানে এই গ্রিন ব্যাগগুলি ফেলে ব্যাকটেরিয়া স্প্রে করা হবে। ২-৩ মাসের মধ্যেই তা জৈব সারে পরিণত হবে।

পরিবেশবান্ধব পচনশীল গ্রিন ব্যাগ দিয়ে জৈব সার তৈরির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষি বিজ্ঞানীরা।  আগামীদিনে  আলু , ধান , ভেন্ডি সহ অন্যান্য কৃষিকাজে এই সার ব্যবহার করা যাবে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

 

রুনা নাথ।

English Summary: make organic fertilizer using green bag technology
Published on: 20 March 2018, 01:48 IST