'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 20 March, 2018 1:48 AM IST

বাজার থেকে আনা পলিব্যাগে বাড়ির জঞ্জাল ফেলা আমাদের অভ্যেসে পরিনত হয়েছে। কিন্তু এই জঞ্জাল ফেলার ব্যাগ যদি নিজে ও তার মধ্যের  জৈব আবর্জনা পচে যায় তবে তা জৈব সারে পরিনত হবে এবং পরিবেশও প্লাস্টিকের দূষণ থেকে মুক্ত হবে। তাই অস্ট্রেলিয় প্রযুক্তিতে তৈরি ‘ইকো ভায়ো গ্রিনব্যাগ’ এ গৃহস্থালির জঞ্জাল জমা করে তা নির্দিষ্ট জায়গায় ফেলে রেখে তা থেকে জৈব সার তৈরির প্রকল্প নিয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয়।

এই গ্রিনব্যাগ ভু্ট্টাগাছের অবশিষ্টাংশ দিয়ে তৈরি হয় তাই এগুলি পচনশীল। এই গ্রিনব্যাগ বাড়ি বাড়ি সরবরাহ করা হবে। এর মধ্যে শুধু বাড়ির পচনশীল জৈব বর্জ্য জমাকরবে গৃহস্থ। নির্দিষ্ট স্থানে এই গ্রিন ব্যাগগুলি ফেলে ব্যাকটেরিয়া স্প্রে করা হবে। ২-৩ মাসের মধ্যেই তা জৈব সারে পরিণত হবে।

পরিবেশবান্ধব পচনশীল গ্রিন ব্যাগ দিয়ে জৈব সার তৈরির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষি বিজ্ঞানীরা।  আগামীদিনে  আলু , ধান , ভেন্ডি সহ অন্যান্য কৃষিকাজে এই সার ব্যবহার করা যাবে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

 

রুনা নাথ।

English Summary: make organic fertilizer using green bag technology
Published on: 20 March 2018, 01:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)