আপনার জমিতে কীট দমন শুধু মাত্র সঠিক সময়ে সঠিক রাসায়নিক ব্যবহারের ওপর নির্ভর করেনা। আপনার ফসলের ওপর রাসায়নিক গুলি সঠিক মাত্রায় ছড়িয়ে দেওয়াও খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনার সঠিক যন্ত্রপাতির বুদ্ধিমান নির্বাচন সমান ভাবে গুরুত্বপূর্ণ। সধারনত কীটনাশক ব্যবহার করা হয় ডাস্ট, স্প্রে, কনসেনট্রেটস, ফিউমিগেশন, ইত্যাদির মাধ্যমে। এই দ্রবন গুলি ব্যবহার হয় ফসলের পাতায় বা মাটিতে। শস্য সুরক্ষার ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্য যন্ত্রপাতির অবদান এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ। ফসলের পাতায় ব্যবহারের ক্ষেত্রে প্রধানত স্প্রেয়ারের সাহায্য নেওয়া হয়,ও মাটিতে ব্যবহারের জন্য সুকনো রাসায়নিক ছড়ানোর যন্ত্র, ইঞ্জেক্টর, ধোঁয়া ঊদ্গিরন কারী যন্ত্র, ফিউমিগেটর, সিড ড্রেসার, ইত্যাদি ব্যবহার হয়।
বিভিন্ন দেশে এই কীটনাশক ছড়ানোর জন্য বিমানের ব্যবহার হয় কিন্তু ভারতের চাষের জমিগুলি আনেক ছোট হওয়ায় এখানে বিমানের মাধ্যমে কিটনাশক ছড়ানোর ব্যবহার কম। ফসল সুরক্ষায় ব্যবহার করার যন্ত্র গুলিকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। ১, স্প্রেয়ারস ২, ডাস্টারস ৩, ফিউমিগেটর।
স্প্রেয়ার কে ব্যবহার করা যায় প্রধানত দুই ভাবে, হাতের পরিচালনায় ও যন্ত্রের মাধ্যমে। হাতের পরিচালনার মাধ্যমে যে যে যন্ত্র গুলি ব্যবহার হয় তা হল- হ্যান্ড আটমাইযার, হ্যান্ড কম্প্রেসন স্প্রেয়ার, ন্যাপ্স্যাক স্প্রেয়ার পাম্প, স্টিররাপ স্প্রেয়ার ইত্যাদি। যন্ত্রের মাধ্যমে ব্যবহারকারী স্প্রেয়ার গুলির নাম হল, হাইদ্রলিক স্প্রেয়ার, মিস্ট স্প্রেয়ার, ফগ বা স্মোক স্প্রেয়ার ও এরিয়াল স্প্রেয়ার।
- তন্ময় কর্মকার