পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 27 February, 2018 12:24 AM IST

বর্তমানে আরহাওয়ার অনিয়মিতি সবজির চারা তৈরি এক সমস্যা করে তুলেছে। তাই আধুনিক প্রযুক্তি অবলম্বনে প্লাস্টিক এর ট্রে যাতে ছোটো গর্ত করা থাকবে আর নিচে জলনিকাশীর একটি ছিদ্র করা এরকম ব্যবস্হায় সুন্দর সবজির চারা প্রথাগত ব্যবস্হার চেয়ে কদিন আগেই হবে। তবে এই ট্রেতে মাটির বদলে কোকোপিট মিডিয়াম ব্যবহার করতে হবে। অল্প জলে যেকোনো উপযুক্ত স্থানে ট্রে রেখে আবহাওয়ার প্রতিকূলতা এড়িয়ে হবে সুস্থ, সবল,নিরোগ চারা।

রুনা নাথ
কৃষি জাগরণ।

English Summary: Plastics for agricultural mechanization - Planting of trunk or pottage tray
Published on: 27 February 2018, 12:24 IST