রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 25 July, 2020 12:03 PM IST

সারা বিশ্বে চা উৎপাদনের নিরিখে ভারত দ্বিতীয়। জৈব চা এর ব্যাপারে ভারতের চা অত্যন্ত জনপ্রিয়। জৈব চা উৎপাদনে যে সমস্ত উপকরণ ব্যবহার হয় তা জৈবিক হওয়া বাঞ্ছনীয়। কোনও রাসায়নিক সারের ব্যবহার সেখানে উপযুক্ত নয়। এই ক্ষেত্রে যে সমস্ত জৈবিক উপকরণ ব্যবহার করা হয় তার মধ্যে কেঁচো সার এর ব্যবহার উল্লেখযোগ্য। Vermi- Compost- কেঁচো দিয়ে যে সার তৈরী করা হয়। Eisenia fetida-হল এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কেঁচো যা এই ভার্মি-কম্পোস্ট বানাতে ব্যবহৃত হয়। এই কেঁচো-সার নানাভাবে তৈরী করা যায়। হাতে বানানো ছাউনি ঘেরা জমিতে যেমন তৈরী করা যায় তেমনি ইদানিং উন্নত প্রযুক্তির মাধ্যমে High density Polyethylene (HDP) প্লাস্টিকের আধার ব্যবহার করে Vermi-compost খুব সফলভাবে তৈরী করা যায়। দার্জিলিং ও আসাম চা বাগানে সর্বত্রই এই কেঁচো সার ব্যবহৃত হয়, উৎপাদনের জন্য কোনও কোনও ক্ষেত্রে স্থানীয় পদ্ধতিতে চাষিরা কেঁচোসার তৈরী করছেন, কিন্তু তাদের কাছে সিলপলিনের হাল্কা পোর্টেবল ভার্মি ব্যাগ এখন খুবই জনপ্রিয়। তথ্যে জানা গিয়েছে এই HDP-পলি আধার খুবই কার্যকরী। একে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, তাপমাত্রাকে এক রাখা যায়। সীমাবদ্ধ পরিসরে পচাপাতা, জল, কেঁচো ইত্যাদি সহ্য করতে পারে। যেহেতু পলিথিন শিল্পে Silpaulin একটি প্রখ্যাত প্রতিষ্ঠান তারা সর্বত ভাবে চেষ্টা করে এই ধরনের আধুনিক কৃষি প্রযুক্তিকে কৃষকের কাছে পৌঁছে দিতে। ভারতের উত্তর-পূর্বের সমস্ত চা বাগিচায় সিলপলিনের পলি-ভার্মি-ব্যাগ আজ পৌঁছে গিয়েছে।

যোগাযোগ করুন - Abhishek Bose (9831506826)

- তন্ময় কর্মকার

English Summary: silpaulin vermicompost
Published on: 04 June 2018, 01:25 IST