এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 26 February, 2018 10:42 PM IST

জিরো টিলেজ বা বিনা কর্ষণ পদ্ধতি একটি সরল ও আধুনিক পদ্ধতি যার সাহায্যে কম খরচে কম সময়ে অধিক উৎপাদন ও লাভ সুনিশ্চিত হয়। এই পদ্ধতিতে চারা তৈরী করা, জমি কাদা করা ও চারা রোপনের দরকার হয় না। এই পদ্ধতিতে জিরো টিলেজ মেশিনের সাহায্যে একসাথে নয়টি বা ছয়টি সারিতে বীজ বোনা, সার দেওয়া এবং বোনার পর বীজ ঢেকে দেওয়া যায়।

জিরো টিলেজ বা বিনা কর্ষণ পদ্ধতির সুবিধা :

  • প্রথাগত পদ্ধতির তুলনায় ১০-১৫ দিন আগে বোনা যায়।
  • বীজ সারিতে বোনা যায় এবং বীজের পরিমান কম লাগে (৪-৫ কেজি প্রতি বিঘা)।
  • গাছের শিকড়ের কাছাকাছি সঠিক গভীরতায় সার দেওয়ার ফলে সারের অপচয় কম হয় ও গাছ বেশী পরিমানে মাটি থেকে খাদ্য গ্রহণ করতে পারে।
  • আগাছা দমন ভালো হয়।
  • গাছের শিকড়ের মাটিকে ধরে রাখার ক্ষমতা ভালো হয়, সেই জন্য গাছ হেলে পড়ে না।
  • জলের উপযুক্ত ব্যবহার হয় ও সেচের জল অপচয় হয় খুব কম।
  • মাটির স্বাস্থ্য ভাল থাকে ও ভূমিক্ষয় রোধ করে।
  • এই পদ্ধতিতে অল্প সময়ে অধিক জমিতে ধান বোনা যায় (এক বিঘা জমিতে ধান বুনতে ২০ মিনিট সময় লাগে)।
  • প্রথাগত পদ্ধতির তুলনায় ধানের ফলন বেশী হয়।
  • চাষের খরচ কম এবং লাভ বেশী হয়।

জিরো টিলেজ মেশিন কী ?

জিরো টিলেজ মেশিনটি দেখতে সাধারণ সীড-ড্রীলের মত যা ৩৫-৪৫ এইচ পি ট্রাক্টরের সাহায্যে চালানো হয়। ৩০,০০০-৩৫০০০ টাকা দাম।

জিরো টিলেজ মেশিনের বিশেষত্ব:

  • এই মেশিনের পেছনে সার ও বীজ রাখার জন্য দুটি পৃথক আধার আছে যার লিভারগুলি মেশিনের সামনে একটি কাঁটাযুক্ত চাকা ও চেইন স্প্রকেটের সঙ্গে যুক্ত থাকার ফলে সামনের কাঁটা যুক্ত চাকাটি ঘুরলে নির্দিষ্ট পরিমাণ সার ও বীজ পাইপের সাহায্যে ফালের ঠিক পিছনে নির্দিষ্ট গভীরতায় পড়তে থাকে।
  • মেশিনের সামনে ৯টি বা ৬টি পাতলা ধারালো ছুরির মত ফাল আছে, দুইটি ফালের মধ্যে দূরত্ব ২০ সেমি যা দুইধারে প্রয়োজনমত সরিয়ে দূরত্ব কম-বেশী করা যায়।
English Summary: Zero Tillage or Rubbing Method
Published on: 26 February 2018, 10:42 IST