এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 4 November, 2022 4:41 PM IST
প্রতীকী ছবি :

কৃষি জাগরণ ডেস্ক : ১০০ দিন প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে প্রথম পুরস্কার অর্জন করেছিলেন । কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ১০০ দিন প্রকল্পে সবচেয়ে বেশি লাভজনক হয়েছে পশ্চিমবঙ্গ । এই প্রকল্পে ১ কোটি ১ লক্ষ মানুষ কাজ পেয়েছে । যা ভারতের মধ্যে সর্বোচ্চ।

এবার এই প্রকল্প নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেনন মেলা উৎসব খরচ কমিয়ে ১০০ দিনের কাজের ওপর নজর দিন। কেননা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলা-উৎসব নিয়ে কিছু না কিছু সমালোচনার মুখে পড়তে হয়েছে বিরোধীদের । এবার সেই মেলা ও খেলার খরচ কম করার পথে এগাতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী।

আর পরুন : প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা আটকে গেছে? তাহলে এই কাজটি করুন

১০০ দিনের প্রকল্পটি নিয়ে কেন্দ্রের কাছে বারবার আর্থিক অভিযোগ দায়ে করছে রাজ্য সরকার। সেই বিষয়ে নবান্নে মন্ত্রিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা বিষয়ে একশো দিনের নথিভুক্ত নিয়ে । ১০০ দিনে কর্মচারীরা এবার যেকোনও সরকারি প্রকল্প অধীনে কাজ করতে পারবেন তাদের নেওয়া হবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ।

আর পরুন : মৎস্যমন্ত্রীর নিরলস পরিশ্রমে সুরক্ষিত হতে চলেছে ১৫ লক্ষ মৎস্যজীবীর জীবন

মুখ্যমন্ত্রীর বৈঠকে আরও বলেনন মেলা ও খেলার খরচে রাশ দেখিয়ে একশো দিনের প্রকল্পে টাকা দেওয়ার ভাবনাচিন্তা চলছে । পাশাপাশি ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দেওয়ার কথা বলেন। এবং মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, অন্যান্য দফতর কোনও কাজ দেওয়া যায়, সেই বিষয়টিও দেখতে। প্রসঙ্গত ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে রাজ্য সরকার এই মুহূর্তে চিন্তিত। সহযোগিতা করছে না কেন্দ্রীয় সরকার।

 

English Summary: 100-day project to be funded in the state
Published on: 04 November 2022, 12:46 IST