অন্যান্য নথির মত বর্তমানে রেশন কার্ডও বেশ গুরুত্ব রয়েছে। রেশন কার্ডের হাত ধরে প্রচুর মানুষ বিনামুল্যে অথবা কম অর্থের বিনিময়ে রেশন সামগ্রী পেয়ে থাকেন। কিন্তু বর্তমানে এই রেশন কার্ডেও রয়েছে বেশ কিছু জালিয়াতি। তাই যাতে আর কেউ কারচুপি না করতে পারে তাই রাজ্য সরকার বসেছে নড়ে চড়ে। কিছুদিন আগেই রাজ্য খাদ্য দপ্তর ঘোষণা করে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতা মূলক। সম্প্রতি আবারও একটি বড় ধাক্কা দিল রাজ্য খাদ্য দফতর।
এক ধাক্কায় নিস্ক্রিয় করল ১.৭ কোটি রেশন কার্ড। এমন অনেক কার্ড রয়েছে যে কার্ড থেকে গ্রাহকরা রেশন সামগ্রী তোলেন না। সুত্রের খবর এই বছর সেই সংখ্যাটা দাড়াতে পারে ২.৫ কোটি। অর্থাৎ ১.৭ কোটি রেশন কার্ড নিস্ক্রিয় হলে সাশ্রয় হবে ২৫০০ কোটি টাকা। আর ২.৫ কোটি কার্ড নিস্ক্রিয় হলে সেই সাশ্রয়ের পরিমাণ দাঁড়াবে ৩হাজার কোটি টাকা। যারা এতদিন ধরে এই কার্ড গুলির সুবিধা নিচ্ছিল তাঁদের এখন মাথায় হাত। তবে এই কার্ড গুলি কিন্তু বাতিল নয়। যদি আপনার কার্ড নিস্ক্রিয় হয় তাহলে আপনি সরকারের কাছে প্রয়োজনীয় নথি দিয়ে আবার সেই কার্ড সক্রিয় করতে পারেন।
আসুন জেনে নিই কীভাবে জানবেন আপনার কার্ড সক্রিয় নাকি নিস্ক্রিয়। https://food.wb.gov.in ওয়েবসাইটে যান। Service অপশনে গিয়ে ক্লিক করতে হবে Ration Card অপশনে। সেখানে আবার সাব ক্যাটাগরির মধ্যে থাকা Verify Ration Card(e-RC/DRC) অপশনে ক্লিক করুণ। সেখানে রেশন কার্ড নম্বর এবং যাবতীয় তথ্য দিন। তারপর ক্যাপচা নম্বর দিয়ে সাবমিট করলেই আপনার সামনে তথ্য চলে আসবে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বাড়ি বাতিল হবে, নিয়মে বড়সড় পরিবর্তন সরকার