দুয়ারে রেশন প্রকল্পে যে চাল দেওয়া হচ্ছে সেটা নাকি প্লাস্টিকের চাল, তা মোটেই খাদ্যযোগ্য নয়। এমনই অভিযোগ উঠল ভাতারের (Bhatar) ডাঙাপাড়া গ্রামে। এ-কারনেই দুয়ারে রেশন থেকে খাদ্য সামগ্রী বিতরণ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। যদিও এই প্রসঙ্গ নিয়ে অভিযুক্ত রেশন ডিলার জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো রকম প্লাস্টিকের চাল দেওয়া হচ্ছে না। এটি ভিটামিন সমৃদ্ধ চাল।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের ডাঙাপাড়া গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গণবন্টন ব্যবস্থার খাদ্য সামগ্রী বিতরণ করার সময় গ্রামবাসীরা দেখেন রেশনে যে চাল দেওয়া হচ্ছে তা খুব নিম্নমানের। কেউ বলেন এই চাল প্লাস্টিকের। আর তখনই শুরু হয় বচসা, এই ঘটনায় রেশন ডিলারকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। ঘটনার উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় রেশন দেওয়া বন্ধ করে দেয় ডিলার। রেশন ডিলার বিদ্যুৎ কুমার কর জানান, গ্রামবাসীদের অভিযোগ আমি নাকি প্লাস্টিক চাল দিচ্ছি। আর এই চাল প্লাস্টিকের তৈরি না। এটি আসলে ফরটি ফাইভ (৪৫) ভিটামিনযুক্ত চাল। উপরমহলে এই ঘটনার কথা জানিয়েছি। ওখান থেকে যা সিদ্ধান্ত হবে তা মেনে কাজ হবে।
গ্রামবাসীদের দাবী রেশনের চাল খুব নিম্নমানের। এই চাল পরিবর্তন করে অন্য চাল দিক আমাদের। না হলে আমরা রেশন নেব না। মিডিয়ার রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে, জেলা খাদ্য দপ্তরের এক আধিকারিক জানান, পূর্ব বর্ধমান জেলার ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের ডাঙাপাড়া গ্রামে রেশনের চাল নিয়ে সমস্যার কথা জানা গিয়েছে। ওই দিন দেওয়া রেশনে চাল সত্যিই খারাপ কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।