এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 19 February, 2022 1:00 PM IST

কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কৃষকদের কল্যাণের জন্য অবিরাম কাজ করছে। যার কারণে প্রতিদিন কিছু নতুন প্রকল্প চালু হচ্ছে। এমন পরিস্থিতিতে, আজ আমরা আপনাকে এমন একটি প্রকল্পের কথা বলতে যাচ্ছি যার মাধ্য়মে কৃষকরা নিজের শষ্য় গোলা তৈরি করার জন্য় সরকারের থেকে ভর্তুকি পাবেন।

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য একটি নতুন প্রকল্প ঘোষণা করতে চলেছে। কৃষকদের নিজস্ব চাষের গোলা  এবং মালবাহী গাড়ি কেনার জন্য় রাজ্য় সরকার কৃষকদের ভর্তুকি দেবে এই প্রকল্পের মাধ্য়মে।

৫০০০ টাকার পরির্বতে এখন চাষিদের নিজেদের গোলা তৈরি করার জন্য় রাজ্য়সরকার ২৫০০০ টাকা ভুর্তুকি  প্রদান করবে।যদিও রাজ্যে ২৪ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক রয়েছে। তবে প্রাথমিকভাবে এই ধরনের প্রায় ১০,০০০ কৃষককে দুটি প্রকল্পের আওতায় আনা হবে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলির নাম দিয়েছেন আমার ফসল আমার  গোলা, এবং আমার ফসল আমার গড়ি।আমার ফসল আমার গড়ি প্রকল্পের ক্ষেত্রে ভর্তুকির হার হবে ১০০০০  টাকা। এই প্রকল্পটি সেই সমস্ত কৃষকদের সুবিধা প্রদান করবে যারা তাদের ফসল সরাসরি বাজারেবিক্রি করতে চান।

আমার ফসল আমার গোলা  প্রকল্পের উপকারিতা

শষ্য় গোলা নির্মাণের জন্য ভর্তুকি।

রাজ্যের কৃষকদের ক্ষমতায়ন করা।

রাজ্যের প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা।

কৃষকদের আয় বাড়াতে সাহায্য় করা।

আরও পড়ুনঃ PM কিষাণ যোজনায়, আধার কার্ডে 2% সুদে ঋণ এবং ঋণ মকুবের সুবিধা! জেনে নিন এর সম্পূর্ণ বিবরণ

কিভাবে আবেদন করতে হবে

  • পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

  • আগ্রহী কৃষকদের পূর্ণাঙ্গ ফর্মটি পূরণ করতে এবং নির্দিষ্ট সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে আবেদন করতে হবে।

  • পঞ্চায়েত সমিতি অফিস বা ব্লক অফিসে আমার ফসল আমার গোলা ও আমার ফসল আমার গাড়ি প্রকল্পের জন্য আবেদন জমা দিতে হবে।

আরও পড়ুনঃ PKVY 2022: এই প্রকল্পের অধীনে, এখন কৃষকদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে, দেওয়া হবে বড় অঙ্কের ত্রাণ

English Summary: Amar FasaAmar Fasal Amar Gola 2022 - State Govt To Subscribe To Buy Farm Freight And Freight Vehiclesl Amar Gola 2022 - State Govt To Subscribe To Buy Farm Freight And Freight Vehicles
Published on: 19 February 2022, 01:00 IST