এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 1 July, 2021 2:39 PM IST
Bangla Sashya Bima Scheme (image credit- Google)

বাংলার কৃষকবন্ধুদের ফসল বীমা কভারেজ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার আবারও বাংলা শস্য বিমা যোজনা নামে পরিচিত নতুন প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পের আওতায় কৃষকদের যদি তাদের ফসলের কোনও ক্ষতি হয় তবে তাদের কভারেজ সরবরাহ করা হবে। এই নিবন্ধে, এই বীমা যোজনার (Bangla Shasya Bima) বাপ্যারে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো,

কেন শস্য বীমা যোজনা করবেন?

বাংলার কৃষকদের ফসল নষ্ট হয়ে গেলে তাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার  বাংলা শস্য বীমা যোজনা নামে একটা প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় সরকার কৃষকদের ফসলের প্রিমিয়াম প্রদান করবে। কোন প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য কারণে কৃষকের ফসল নষ্ট হয়ে গেলে তার ক্ষতিপূরণের উদ্দেশ্যে এই বীমার প্রচলন করেছে সরকার।

যোজনার উদ্দেশ্য(Purpose of this scheme):

এই প্রকল্পের আওতায় কৃষকদের বিশেষ করে চলতি মরসুমের ফসলের জন্য শস্য বীমা কভারেজ সরবরাহ করা হবে যাতে তাদের আর্থিক সঙ্কট সহ্য করতে না হয়।  রাজ্যের কৃষকদের উপর ভার কমাতে এই বিমার জন্য প্রিমিয়ামের পরিমাণ সরকার প্রদান করবে |

আরও পড়ুন -Mahila Udyam Nidhi Yojana: জেনে নিন মহিলা উদ্যম নিধি যোজনার আবেদন পদ্ধতি

শস্য বীমা যোজনার সুবিধা(Benefits of this scheme):

১) রবি মরসুমে বোরো ধান, গম, মুসুর, সরিষা, তিল, চীনাবাদাম- এই শস্যগুলি বীমার প্রিমিয়ামের সম্পূর্ণ অর্থ পশ্চিমবঙ্গ সরকার পরিবহন করছে বা করে থাকে।

২) কেসিসি (Kisan Credit Card) থাকলে লোন এবং শস্য বীমা দুটির জন্য আবেদন করতে সহজ হবে। তবে নতুন নির্দেশিকা অনুসারে কেসিসি না থাকলেও এই বীমা আবেদন করা যাবে।

৩) শুধুমাত্র আলু এবং আখ এই দুটি বাণিজ্যিক ফসলের জন্য কৃষককে সর্বাধিক ৪.৯৫% প্রিমিয়াম জমা দিতে হবে। অবশিষ্ট প্রিমিয়াম রাজ্য সরকার বহন করবে।

কারা আবেদন করতে পারবেন(Who can apply)?

১) পশ্চিমবঙ্গের কৃষককে স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) জমির মালিক/ভাগচাষী সকলে বাংলা শস্য বিমা প্রকল্পের সুবিধা পেতে পারেন বলে ঘোষণা করেন রাজ্য সরকার।

৩) আবেদনকারীর ফসলের ক্ষতির সম্মুখীন হলে কেবল বীমা সুবিধা পাবেন |

কিভাবে আবেদন করতে হবে(Application Procedure):

১) প্রথমে এই স্কিমটির অফিসিয়াল ওয়েবসাইটে https://banglashasyabima.net/ ক্লিক করতে হবে,

২) এরপর Registration অপশনে ক্লিক করতে হবে |

৩) স্ক্রিনে রেজিস্ট্রেশন ফর্মটি দেখা যাবে |

৪) রেজিস্ট্রেশন ফর্মটি সঠিকভাবে পূরণ করে অপশনে ক্লিক করতে হবে |

৫) এরপর আপনি আপনার নিজের ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে |

এছাড়া, অফলাইনে আবেদনের জন্য কৃষকরা নিকটবর্তী পঞ্চায়েত, ব্লক অফিস বা কিষান মান্ডি থেকে পেতে পারেন | টোল ফ্রি নাম্বারে ১৮০০-১০৩-১১০০ কল করতে পারেন।

২০২১ বাংলা শস্য বিমা যোজনার আবেদন ফর্ম ডাউনলোড করার পদ্ধতি:

১) বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইটে যান |

২) হোম পৃষ্ঠাটি আপনার সামনে খুলে যাবে |

৩) হোমপেজে, Application Form For Rabi 2021 লিংকে ক্লিক করুন |

৪) ফর্মটি ডাউনলোড করুন এবং পূরণ করে গুরুত্বপূর্ণ নথি সংযুক্ত করে কৃষি বিভাগে জমা দিন |

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন -Kishan Credit Card: কৃষকদের এই ঋণ প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি জেনে নিন

English Summary: Bangla Shasya Bima 2021: Want to apply for Bangla Shasya Bima Scheme? Read the article
Published on: 01 July 2021, 02:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)