অন্যান্য নথির মতই বর্তমানে রেশন কার্ড সকলের কাছে বিশেষ প্রয়োজনীয়। রেশন কার্ড থাকলে রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর রেশন সামগ্রির সুবিধা পাওয়া যায়। সম্প্রতি রেশন কার্ড সংক্রান্ত বড় আপডেট দিল খাদ্য দফতর। এবার থেকে রেশন কার্ড সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন হলে ছুটে বাইরে যাওয়ার কোনও প্রয়োজন নেই। এবার থেকে ঘরে বসেই রেশন কার্ড সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত সমস্যার সমাধান করতে শুরু করতে চলেছে ডিজি লকার। এর ফলে গ্রাহকরা ঘরে বসেই রেশন কার্ড সংক্রান্ত জাবতিয় তথ্য পেয়ে যাবেন। ডিজি লকারের সাহায্যে রেশন কার্ড দিলেই পেয়ে যাবেন ই-রেশন। এই ই-রেশন কার্ডের সাহায্যে রাজ্যের যে কোনও রেশন দোকান থেকে সামগ্রী পেয়ে যাবেন।
ডিজি লকারের সাহায্যে রেশন কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য পেতে https://www.digilocker.gov.in/dashboard এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে গিয়ে নিজের রাজ্য বেছে নিতে হবে। তারপর রেশন কার্ডের নম্বর দিতে হবে এবং ক্যাটাগরি বেছে নিতে হবে। তারপর খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন রেশন কার্ড।
আরও পড়ুনঃ বাংলাভূমির মাধ্য়মে জমির রেকর্ড কিভাবে পরীক্ষা করবেন জেনে নিন পদ্ধতি