এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 19 December, 2022 3:11 PM IST
Big update of PM Kisan Yojana (Image source: Google)

নতুন বছরে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সম্পর্কে বড় আপডেট আসতে চলেছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষাণ যোজনার ১২ তম কিস্তি রিলিজ করেছেন। সেই অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে ১২ তম কিস্তির টাকা ঢুকতে শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই টাকা প্রত্যেক চার মাস অন্তর দুই হাজার টাকা করে ডিবিটির মাধ্যমে কৃষকদের কাছে পাঠানো হয়। ইতি মধ্যেই জানা গিয়েছে কৃষকদের স্বস্তি দিতে নতুন বছরেই কিষাণ যোজনার ১৩তম কিস্তির টাকা আসতে শুরু করবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

এই কিস্তির জন্য আবেদন করার উপায়-

১৩ তম কিস্তির টাকা পেতে চান তাহলে খুব তাড়াতাড়ি নিজস্ব জমির রেকর্ড ঠিক করুন। এবং এখনও যদি ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন না করে থাকেন। তাহলে আপনি এই প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন। তাই খুব তাড়াতাড়ি ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। এছাড়াও আপনি হেল্প নম্বরে ফোন করে অথবা মেল করেও সমস্যার সমাধান করা যেতে পারে।

আরও পড়ুনঃ Aam Aadmi Party : রাজ্যে ২০২৩-এর পঞ্চায়েত ভোটে বাংলায় এবার আম আদমি পার্টি

প্রধানমন্ত্রী কিষা যোজনার হেল্পলাইন নম্বর হল - ১৫৫২৬১ এবং ১৮০০১১৫৫২৬। এছাড়াও ০১১-২৩৩৮১০৯২ নম্বরেও কল করা যেতে পারে।

নিজেদের সমস্যার কথা জানিয়ে pmkisan-ict@gov.in অ্যাড্রেসে মেল করতে পারেন।

এখনও যাঁরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আবেদন করেননি, তাঁরা pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন।

স্টেটাস চেক করার উপায় –

প্রথমে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ওয়েবসাইটে যেতে হবে। তারপর Farmer Corner অপশনে ক্লিক করতে হবে। Beneficiary Status অপশনে ক্লিক করতে হবে। একটি নতুন পেজ খুলবে। ওই পেজে নিজ নাম, আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর দিয়ে এন্টার করলেই দেখা যাবে স্ট্যাটাস।

 

English Summary: Big update of PM Kisan Yojana coming in new year 13th installment to arrive soon
Published on: 19 December 2022, 03:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)