এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 24 February, 2023 3:48 PM IST
হোলির আগেই কৃষকদের খুশির খবর দিল কেন্দ্র

হোলির উৎসবে কৃষকদের ঝুলিতে আরও একটু খুশি ভরিয়ে দিতে বিশেষ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। অবশেষে অপেক্ষার দিন শেষ কৃষকদের। প্রকাশ্যে এল ঠিক কবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৩ তম কিস্তি অ্যাকাউন্টে ঢুকবে। এতদিন জল্পনা ছিল আজ অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি প্রকাশ পাবে ১৩ তম কিস্তি। কিন্তু সেই জল্পনায় জল ঢাললেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে

তিনি বলেছেন যে 27 ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির 13 তম কিস্তি প্রকাশ করবেন। কিষাণ সম্মান নিধি যোজনার 13 তম কিস্তি হিসাবে 10 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 2000 টাকা আসবে। হোলির আগে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা আসা উৎসবকে আরও আনন্দদায়ক করে তুলবে। 

এর আগে, কেন্দ্রীয় সরকার 2022 সালের অক্টোবরে দীপাবলির আগে 12 তম কিস্তি প্রকাশ করেছিল এখনও অবধি, এই প্রকল্পের অধীনে, উপকারভোগী কৃষকদের অ্যাকাউন্টে 2.70 লক্ষ কোটি টাকা জারি করা হয়েছে। এই স্কিমটি 24 ফেব্রুয়ারি 2019 এ শুরু হয়েছিল।

আরও পড়ুনঃ কৃষকদের জন্য খুশির খবর!প্রকাশিত হল Pm Kisan-এর নতুন তালিকা,আপনার নাম আছে তো ?

 

এরই মধ্যে কিছুদিন আগে প্রকাশ করা হয় নতুন তালিকা। সেই তালিকায় আপনার নাম রয়েছে কিনা কীভাবে চেক করবেন আসুন দেখে নেওয়া যাক।

প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। তারপর Beneficiary List এই অপশনে ক্লিক করুন। এরপর State>District>Sub-District>Block>Village সিলেক্ট করে Get Report অপশনে যান। তারপরই আপনি যে গ্রামে থাকেন সেখানের সমস্ত গ্রাহকদের নাম চলে আসবে। সেখানে আপনি আপনার নাম সার্চ করলেই সমস্ত তথ্য পেয়ে যাবেন।

English Summary: Center gave happy news to farmers before Holi
Published on: 24 February 2023, 03:48 IST