রাজ্য জুড়ে চলছে দুয়ারে রেশন প্রকল্পের কাজ। এই প্রকল্প শুরু হবার পর থেকেই বিস্তর অভিযোগ উঠেছে। সম্প্রতি দুয়ারে রেশন আনতে গিয়ে ডিলারের হাতে আক্রান্ত ৭১-এর বৃদ্ধ। এমনই অভিযোগ উঠেছে রেশন ডিলারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটা খোসালপুর ঘোষপাড়া গ্রামে। যদিও মারধোরের অভিযোগ অস্বীকার করেছে রেশন ডিলার।
সুত্রের খবর অনুযায়ী, গতকাল বুধবার অর্থাৎ ১৪ ডিসেম্বর সকাল ১০ টা নাগাদ স্থানীয় হরনাথপুর খোসালপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুয়ারে রেশন প্রকল্পের আওতায় রেশন দেওয়ার কাজশুরু হয়েছিল। এবং ওই প্রাথমিক স্কুলের সামনে রেশন আনতে গিয়েছিলেন রঞ্জিত ঘোষ নামে এক বৃদ্ধ। জানা যায় ওই দিন রেশন ডিলার রাজেশ বিশ্বাসকে রঞ্জিত ঘোষ তাঁর পড়িবারের ৭ টি রেশন কার্ড দেয়। এবং কার্ড গুলি দেখে নিয়ে রেশন ডিলার বলেন ২০ কিলো চাল নেওয়ার জন্য। যেখানে রঞ্জিত ঘোষ ৭ টি কার্ডের জন্য ৩৫ কিলো চাল পান। স্বাভাবিকভাবেই ওই বৃদ্ধ যেটা প্রাপ্য সেটাই চায়। এছাড়াও ডিলার বলেন তাঁর কাছে ১৭ টাকা কেজিদরে চাল বিক্রি করে দিতে। এই নিয়ে শুরু হয় ডিলারের সঙ্গে বচসা।
বচসা বাড়তে শুরু করলে রেশন ডিলার রাজেশ বিশ্বাস চেয়ার থেকে উঠে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেন ওই বৃদ্ধকে। এবং লাথিও মারে বলে অভিযোগ। এই ঘটনায় ধানতলা থানায় রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানান রঞ্জিত ঘোষ। যদিও সম্পূর্ণ ঘটনা মিথ্যা বলে দাবী করেন রেশন ডিলার। এবং তিনি বলেন চাল তাঁকে কম দেওয়া হয়নি। শুধু শুধু কেন এমন মিথ্যা অভিযোগ করছে সেটা আমার জানা নেই।