এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 29 January, 2022 10:54 AM IST
দুয়ারে সরকার ক্যাম্পে এবার পাবেন স্বাস্থ্য পরিষেবা! কি কি পরীক্ষা করাতে পারবেন? ( Image credit- Google)

জনগণদের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে দুয়ারে সরকার প্রকল্প। রাজ্য দ্বারা এই প্রকল্পের উদ্দ্যেশ্য হল সকলের কাছে সরকারের পরিষেবা পৌঁছে দেওয়া। পাশাপাশি করোনার প্রকোপ এড়াতে জনগণদের যাতে বাইরে যেতে না হয় সেইজন্য এই প্রকল্প। শুধু রাজ্য স্তরে নয় জাতীয় স্তরেও এই প্রকল্প প্রশংসা কুড়িয়েছে।

এবার এই প্রকল্পের আওতায় আরও একটি সুবিধা দেওয়ার পথে হাঁটছে নবান্ন। দুয়ারে সরকার ক্যাম্পে এবার থেকে হবে স্বাস্থ্য পরীক্ষাও। এমনকি হবে একাধিক টেস্ট। আমজনতাকে রোজকার জীবনে যে সমস্ত রোগের সম্মুখীন হতে হয় সেইসব নিয়ে বিভিন্ন টেস্ট হবে এই ক্যাম্পে।

দুয়ারে সরকার ক্যাম্পে এবার থেকে থাকবে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেখানে আমজনতা হাইপার টেনশন, ডায়াবেটিস এবং ওরাল ক্যান্সার ইত্যাদির টেস্ট করা হবে। পাশাপাশি চোখের পরীক্ষাও হবে। পাশাপাশি বর্তমানে একটি উল্লেখযোগ্য বিষয় হল টিকাকরণ। সকলের টিকাকরণ এই মুহূর্তে বাধ্যতামূলক। তাই রাজ্য সরকার সেদিকের বিষয়টি নিয়েও পরিকল্পনা করছে। এই দুয়ারে সরকার ক্যাম্পে যদি টিকাকরণ প্রক্রিয়া শুরু করা হয়। এই ক্যাম্পে আগত ব্যক্তিদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এই বিষয়টি নিয়েও ভাবছে স্বাস্থ্য দফতর। করোনার সঙ্গে সঙ্গে এখন বাড়ছে টিবি। সেক্ষেত্রে যে কোনও  ব্যক্তির  টিবি পরীক্ষা করা হবে।

আরও পড়ুনঃ  Prasab sathi Prakalpa : অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য অভিনব উদ্যোগ রাজ্যের, সঙ্গে “প্রসব সাথী”

English Summary: Duare Sarkar: Duare Sarkar Camp will now get health services! What can you test?
Published on: 29 January 2022, 10:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)