করোনাকালে রেশনকার্ডের প্রয়োজনীয়তা নিয়ে সকলেই অবগত। দেশের ৮০ কোটি জনগণকে খাবার জুটিয়েছিল এই রেশন সামগ্রী। লকডাউনের সময় সমস্ত কিছু বন্ধ থাকায় এই সময় বিনামুল্যে ৮০ কোটি দেশবাসীর ঘরে খাবার জুটেছিল এই রেশন কার্ডের হাত ধরেই। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে এই সময় দেশবাসী রেশন সামগ্রী পেতে শুরু করে। ২০২০ সাল থেকে চলছে এই প্রকল্প। সম্প্রতি এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
বর্তমানে কমেছে করোনার দাপট। গোটা বিশ্ব আবার ফিরছে আগের ছন্দে। তাই অনেকেরই মনে হচ্ছিল এবার বন্ধ হতে পারে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। সেই নিয়েই দেশবাসীকে স্বস্তি দিলেন প্রধানমন্ত্রী। গতকাল তিনি জানান আপাতত বন্ধ হচ্ছে না প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। এখনও জনগন আর্থিক দিক দিয়ে সামলে উঠতে পারেনি। তাই আরও ৬ মাস ৮০ কোটি জনগণকে বিনামুল্যে দেওয়া হবে রেশন সামগ্রী। অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামুল্যে রেশন পাবেন এই প্রকল্পের আওতায় রয়েছেন যারা।
আরও পড়ুনঃ এক ধাক্কায় ১.৭ কোটি রেশন কার্ড নিস্ক্রিয়! আপনার কার্ডটি নেই তো?
প্রসঙ্গত ২০২১ সালে এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। ২০২১ সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ছিল কেন্দ্র। উল্লেখ্য এই প্রকল্পের আওতায় দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনগন প্রতিমাসে ৫ কেজি খাদ্যশস্য এবং ১ কেজি ডাল পেয়ে থাকেন।
আরও পড়ুনঃ আজই এই কাজটি করুন, জন ধন অ্যাকাউন্ট থেকে পাবেন লক্ষাধিক সুবিধা