এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 10 August, 2021 3:23 PM IST
Irrigation Subsidy

সেচ কার্যের প্রতিনিয়ত কার্যকারিতা বাড়তে থাকায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে সেচের যন্ত্রপাতির উপর ভর্তুকি দেওয়া হয়। এর ফলে কৃষকরা কম খরচে সেচ কার্যের যন্ত্রপাতি কিনতে পেরে অধিক লাভবান হচ্ছেন। হরিয়ানা সরকারের তরফ থেকে সেখানকার কৃষকদের ছোট স্প্রিঙ্কলার এবং ড্রিপ সেচের জন্য ৮৫% অনুদান দেওয়া হচ্ছে। হরিয়ানার কৃষকরাই শুধুমাত্র এই সুবিধাপ্রাপ্ত হবেন। হরিয়ানা সরকারের তরফে সূক্ষ্ম সেচ প্রণালীর অন্তর্গত পুকুর এবং সোলার পাম্প বানানোর জন্য কৃষকদের ভর্তুকি দেওয়া হচ্ছে। এর ফলে এই রাজ্যের কৃষকরা অনেক বেশি সুবিধা পাবেন। সূক্ষ্ম সেচ প্রণালীর মাধ্যমে কৃষকরা জল বাঁচানোর সাথে সাথে অনেক বেশি জমিতে সেচ দিতে পারবেন। হরিয়ানা সরকারও মনে করে, সূক্ষ্ম সেচ পদ্ধতি অবলম্বন করে কৃষকরা জল বাঁচানোর মহৎ কর্মকান্ডে নিজেদের নিয়োজিত করুক।

প্রসঙ্গত বলা যায়, কয়েক বছর ধরে হরিয়ানায় জল অতিমাত্রায় চাষের জন্য ব্যবহৃত হওয়ায়, ভূগর্ভে জলের স্তর কমে গিয়েছে। যা নিয়ে সরকারও বর্তমানে ভীষণই চিন্তিত। জল বাঁচানোর জন্যই বর্তমানে এই রাজ্যের সরকার কৃষকদের সূক্ষ্ম সেচ প্রণালী অবলম্বন করার জন্য জোর দিচ্ছে।

কোন সেচ যন্ত্রের উপর কত ভর্তুকি দিচ্ছে হরিয়ানা সরকার (Subsidy Percentage)

হরিয়ানা সরকার যোজনার নিয়ম অনুসারে সূক্ষ্ম সেচের জন্য পুকুর, সোলার পাম্প, মিনি স্প্রিংকলার বানানো অথবা বসানোর জন্য ভর্তুকি দিচ্ছে। জানা গিয়েছে, এই যোজনার সুবিধা একজন কৃষক ব্যক্তিগত ভাবে অথবা চারজন কৃষক একসাথে পেতে পারেন। ব্যক্তিগত ভাবে একজন কৃষক, জলের ট্যাংক নির্মাণে ৭০%, সোলার পাম্পের জন্য ৭৫% এবং মিনি স্প্রিংকলার/ ড্রিপের জন্য ৮৫% পর্যন্ত  ভর্তুকি পাবেন। এরকম ভাবেই, চারজন কৃষক একসঙ্গে মাইল জলের ট্যাংক বানালে ৮৫%, সোলার পাম্পের জন্য ৭৫%, মিনি স্প্রিংকলার/ড্রিপের জন্য ৮৫%ভর্তুকি পাবেন। জলের ট্যাংক অথবা পুকুর  খোঁড়া হয়ে গেলে ভর্তুকির ২০, জলের ট্যাংক পুরোপুরি বানানো হয়ে গেলে ৪০% তার সাথে বেনিফিশিয়ারি অঞ্চলে সূক্ষ্ম সেচ প্রণালী স্থাপনার জন্য ৪০% ভাগ দেওয়া হবে।

আরও পড়ুন: Cardamom Farming - কম খরচে এলাচ চাষ করে আয় করুন অধিক অর্থ

সেচের এই অনুদান পাওয়ার জন্য আবেদনের স্থান: ( Apply Procedure)

যোজনার সুবিধা যেইসব কৃষক নিতে চান তাদের জন্য হরিয়ানা সরকার একটি পোর্টাল তৈরী করেছে, যেখানে কৃষকরা এই সুবিধাগুলি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।  https://dbt.mpdage.org/Agri_Index.aspx এই লিংকে গিয়ে কৃষকরা তাদের সেচ কার্যের সুবিধাগুলি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। যোজনার সম্পর্কে বিস্তারিত জানতে হলে 0172-2583940 এই হেল্পলাইন নম্বরে সকাল ৯ টার থেকে বিকেল ৫ টার  মধ্যে কৃষকরা যোগাযোগ করতে পারবেন।

যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথি (Important Documents)

সেচের এই যোজনায় আবেদনের জন্য কৃষক ভাইদের যেই জরুরি নথিগুলি লাগবে, সেইগুলি হল:

১) আধার কার্ড

২) ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার কপি

৩) জাতির প্রমাণপত্র

৪) বিদ্যুতের বিল

৫) ওটিপির জন্য মোবাইল নাম্বার

আরও পড়ুন: Small Business - স্বল্প অর্থ বিনিয়োগ করে বাড়ি বসেই শুরু করুন নিজের ব্যবসা

English Summary: Haryana Government give Subsidy on Drip irrigation
Published on: 10 August 2021, 03:23 IST