দুগ্ধ শিল্পে উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। দুগ্ধ শিল্পের ওপর নির্ভর রয়েছে বহু মানুষের জীবিকা। হিমাচল প্রদেশ সরকার দুধ সম্পর্কিত এই ব্যবসাকে আরও প্রচার করতে হিম গঙ্গা যোজনা শুরু করতে চলেছে। এই প্রকল্পের আওতায় সরকারও বড় ধরনের বিনিয়োগ করবে। 500 কোটি টাকার এই বিনিয়োগে সরকার কৃষক এবং যারা দুগ্ধ ব্যবসা করছেন তাদের উত্সাহিত করবে। পাশাপাশি তাদের সাহায্যের জন্য অনুদানের ব্যবস্থাও করা হবে।
এই প্রকল্পের অধীনে হিমাচল সরকার দুধ সংগ্রহে বৃদ্ধি, প্রক্রিয়াকরণ, এবং বিপণনে আরও উন্নত ব্যাবস্থা আনবে। গরুর দুধ প্রতি লিটার ৮০ টাকা দরে এবং মহিষের দুধ ১০০ টাকা প্রতি লিটার হিসেবে কিনবে সরকার। রাজ্য সরকার জানিয়েছে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) সহায়তায় হিমাচল প্রদেশ সরকারও এখন ১৩১১ কোটি টাকার একটি পর্যটন উন্নয়ন কর্মসূচি শুরু করবে।
আরও পড়ুনঃ PM KISAN: নয়া নির্দেশিকা! এই কৃষকরা ১৪ তম কিস্তির টাকা পাবেনা
কাংড়া জেলায় হিমাচল দিবসে আয়োজিত একটি জেলা পর্যায়ের অনুষ্ঠানে রাজ্যের কৃষি ও পশুপালন মন্ত্রী চন্দন কুমার জানিয়েছেন রাজ্যে দুধ ভিত্তিক শিল্প ব্যবস্থার বিকাশের জন্য হিম গঙ্গা যোজনা শুরু করা হচ্ছে। তিনি বলেন “সরকার কৃষক সম্প্রদায়কে শক্তিশালী করতে কৃষি ও পশুপালনের অবকাঠামো পরিবর্তনে কাজ করছে। ফসলে রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈব চাষকে উৎসাহিত করাই আমাদের প্রচেষ্টা”।
আরও পড়ুনঃ Weather Big Update: অবশেষে সবুজ সংকেত! বৃষ্টির পূর্বাভাস বঙ্গের এই ৫ জেলায়
মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু কাংড়া জেলাকে পর্যটন রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি বলেন, কাংড়ায় চিড়িয়াখানা, গলফ কোর্সের মতো পর্যটন সুবিধার উন্নয়নের কাজ চলছে।