কৃষকদের জন্য খুশির খবর। খুব শিঘ্রই কৃষকদের জন্য আসতে চলেছে কিষান ক্রেডিট কর্ড। কৃষদের যেন মহাজনদের থেকে আর চড়া সুদে আর ঋন নিতে না হয় তাই কেন্দ্র সরকার কৃষকদের জন্য কিষান ক্রেডিট কার্ড চালু করতে চলেছে । এর আগে কৃষকদের জন্য ক্রেডিট কার্ড চালু করা হয়েছিল ২০২০ সালে। ২০২১ সাল পর্যন্ত দেশের ২৬,০৫৯,৬৮৭ কৃষককে কিষান ক্রেডিট কার্ডের আওতায় সুবিধা দেওয়া হয়েছে । আপনি যদি এখনও কিষান ক্রেডিট কার্ডের জন্য আবেদন না করে থাকেন তাহলে দেখে নিন কিভাবে আবেদন করবেন ।
আপনি কাছাকাছি যেকোন সরকারি বা বেসরকারি ব্যাংকে গিয়ে আবেদন করতে পারেন। সরকার এখন কিষান ক্রেডিট কার্ডকে পিএম কিষাণ নিধি স্কিমের রেকর্ডের সাথে যুক্ত করেছে। তাই কিষান ক্রেডিট কার্ড তৈরি করা এখন কৃষকদের জন্য় আরও সহজ হয়ে গেছে। পিএম কিষাণ স্কিমের ওয়েবসাইট থেকেও কিষান ক্রেডিট কার্ডের ফর্ম নিতে পারেন। শুধুমাত্র এক পৃষ্ঠার ফর্ম পূরণ করতে হবে। ।পশুপালন এবং মৎস্য চাষের জন্য চাষীরা কিষান ক্রেডিট কার্ড এর মাধ্যমে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ।
আরও পড়ুনঃ আয় বাড়াতে করুন ফুল চাষ, পরামর্শ দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর
কিষাণ ক্রেডিট কার্ডের জন্য প্রয়োজনীয় নথি
পরিচয় পত্রের নথি যেমন-ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড যে কোনো একটি । আপনার অন্য কোনো ব্যাংকে ঋণ নেই তার প্রমান পত্র । এবং আবেদনকারীর সাম্প্রতিক তোলা ছবি ।
আরও পড়ুনঃ
যোগ্যতা এবং কোথায় আবেদন করা যাবে
নিজে চাষ করেন অথবা যৌথ ভাবে চাষ করেন এমন কৃষক উভয়ই কিষান ক্রেডিট কার্ডের জন্য যোগ্য। ইজারাদার, ভাগচাষী, কৃষক এবং স্বনির্ভর গোষ্ঠী কিষান ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা নিতে পারবে । সব সরকারি, বেসরকারি, সমবায় ও আঞ্চলিক গ্রামীণ ব্যাংককে গিয়ে কিষান ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে। আপনি সার্ভিস সেন্টারের (সিএসসি) মাধ্যমেও আবেদন করতে পারবেন ।
আপনি আপনার প্রয়জনিও নথি জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে ব্যাংকে গিয়ে আপনাকে কিষান ক্রেডিট কার্ড করতে হবে।গ্রামে গ্রামে ক্যাম্প করে কৃষকদের কিষান ক্রেডিট কার্ড করাতে ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। কিষান ক্রেডিট কার্ড করতে আগে প্রসেসিং ফি বাবদ ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হত কিন্তু এখন প্রসেসিং ফি তে ছাড় দেওয়া হয়েছে ।